নিজস্ব সংবাদদাতা: বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে ধারাবাহিক 'হরগৌরী পাইস হোটেল'।
স্টার জলসার এই ধারাবাহিকে 'ঐশানি'র ও তাঁর মেয়ের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শুভস্মিতা মুখোপাধ্যায়। প্রথম কাজেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। সাফল্যের সঙ্গে বেশ অনেক দিন চলে ধারাবাহিক।
এই মেগা শেষ হওয়ার পর থেকে মন খারাপ ছিল দর্শকের। শুভস্মিতাকে নতুন ধারাবাহিক, নতুন চরিত্রে দেখার ইচ্ছা ছিল অনুরাগীদের। এবার সেই ইচ্ছাপূরণের পালা। ফের ধারাবাহিকে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।
টলিপাড়ার অন্দরের খবর, স্টার জলসাতেই ফিরছেন তিনি। সূত্রের খবর, 'বাংলা টকিজ'-এর ব্যানারে আসছে নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকা হয়েই ফিরছেন শুভস্মিতা। যদিও এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত। জানা যাচ্ছে, এই মেগায় তাঁর বিপরীতে দেখা যেতে পারে রিজওয়ান রব্বানি শেখকে। যদিও এই খবরে এখনও পর্যন্ত সিলমোহর দেননি চ্যানেল কর্তৃপক্ষ। মুখ খোলেননি অভিনেতারাও।
অন্যদিকে, 'হরগৌরী পাইস হোটেল'-এ শুভস্মিতার বিপরীতে দেখা গিয়েছিল অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার 'বুলেট সরোজিনী'র নায়কের চরিত্রে।
