নিজস্ব সংবাদদাতা: সাধারণত তাঁদের পরিচালনায় বারবার উঠে এসেছে কমেডির ছোঁয়া। গল্পে হাস্যরসই ছবির মূল চালিকাশক্তি হয়ে থেকেছে। টলিপাড়ার প্রখ্যাত পরিচালক জুটি অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের ছবিতে এবার অন্য মোড়। 

 


সূত্রের খবর, এবার একেবারে প্রেমের গল্প নিয়ে এগোচ্ছেন পরিচালকদ্বয়। এই গল্পে নায়ক-নায়িকার প্রেমের সঙ্গে থাকবে সমাজের নানা অচেনা দিকের খোঁজ। এছাড়াও গল্পে চিরাচরিত চিন্তা থেকে বেরিয়ে এসে জীবনের আসল রসদ খুঁজে নেওয়ার বার্তাও থাকবে। 

 


এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ছবির নাম। তবে জানা যাচ্ছে, সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কাহিনি ও সংহিতা সান্যালের চিত্রনাট্য, সংলাপে এগোচ্ছে ছবির কাজ। চলতি মাসেই শুরু হবে ছবির শুটিং। মুখ্য চরিত্রে দেখা যাবে সোহম মজুমদার ও রূপসা মুখোপাধ্যায়কে। 

 


 
এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন সোহম-রূপসা। গল্পে দুই ভিন্ন মেরুর মানুষ তাঁরা। ভাবনা-চিন্তাতেও রয়েছে বিভেদ। তবে দুই বিপরীত মেরুর মানুষের মনের মিল রয়েছে। কীভাবে একে অপরের প্রেমে পড়বে তারা? কোন খাতে এগোবে দু'জনের ভবিষ্যৎ? তার উত্তর মিলবে ছবির গল্পে। জানা যাচ্ছে, ছবিজুড়ে থাকবে টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। সঙ্গে থাকবেন থিয়েটারের বেশকিছু চেনা মুখও। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই মুক্তি পাবে এই ছবি।