নিজস্ব সংবাদদাতা: দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। 
একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল সিরিয়াল প্রেমীদের মধ্যে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই স্টার জলসায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। প্রযোজনায় টেন্ট সিনেমা। 

 

এই ধারাবাহিকের হাত ধরে খল নায়ক হতে চলেছেন নায়ক! অর্থাৎ জনপ্রিয় ধারাবাহিক 'গীতা এলএলবি'তে ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল গঙ্গোপাধ্যায়। ওই মেগায় তাঁর চরিত্রের নাম ছিল 'সাত্বিক'। অনেকদিন ধরেই গল্পে দেখা যাচ্ছে না তাঁকে। এবার জানা গেল, নতুন চরিত্রে ফিরছেন অভিনেতা। আর পার্শ্ব চরিত্রে নয়, এবার নায়ক হয়ে পর্দায় ফিরছেন রাহুল। 

আরও পড়ুন: 'তুমিই সেই ব্যক্তি..,'সোহেল নয়! তিয়াসার জীবনে সুখের আসল কারণ কে? খুল্লামখুল্লা জানালেন নায়িকা

টলিপাড়ার অন্দরের খবর, টেন্টের প্রযোজনায় নতুন ধারাবাহিকের নায়কের প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। আর প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন অভিনেতা। কিন্তু রাহুলের নায়িকা কে হবেন? এই নিয়ে কয়েকদিন ধরেই টেলিপাড়ায় জল্পনা চলছিল। এবার এল খবর। সূত্রের খবর, এই ধারাবাহিকে রাহুলের নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী একতা গঙ্গোপাধ্যায়কে। সবকিছু ঠিকঠাক থাকলে এই মেগার মাধ্যমে দর্শক পেতে চলেছেন নতুন জুটিকে। 

এর আগে একতাকে দর্শক দেখেছেন বহু ধারাবাহিকে। শেষবার তাঁকে দর্শক দেখেছিলেন সান বাংলার ধারাবাহিক 'বিয়ের ফুল'-এ। প্রথমে গল্প অনুযায়ী পার্শ্বচরিত্রেই কাজ করছিলেন একতা। তবে পরে গল্পের মোড়ে ও দর্শকের চাহিদায় গল্প এগোয় একতার চরিত্রকে কেন্দ্র করেই। ওই ধারাবাহিক শেষ হতে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন একতা। অপেক্ষায় ছিলেন মনের মতো চরিত্রের। অবশেষে পর্দায় নতুন রূপে ফিরতে চলেছেন তিনি। 

যদিও এই খবরে এখনও পর্যন্ত সিলমোহর দেননি নির্মাতারা। এমনকী মুখ খোলেননি নায়ক-নায়িকাও। তবুও টলিপাড়ার নতুন জুটির গুঞ্জন ধীরে ধীরে আরও জোরালো হচ্ছে। বরাবরই খেলাধুলাকে কেন্দ্র করেই গল্প বুনতে দেখা যায় টেন্ট সিনেমাকে। তাদের প্রযোজনায় উঠে আসে খেলা নির্ভর গল্প। নতুন এই ধারাবাহিকেও তেমন আঁচ পাওয়া যাবে কিনা তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। যদিও এক্ষেত্রে শোনা যাচ্ছে, এক ভাঙা প্রেমের গল্প হয়ে পর্দায় আসতে চলেছে এই মেগা। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি এই ধারাবাহিকের নাম। চলছে লুক সেট। আয়োজন চলছে প্রোমো শুটিংয়েরও। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই সম্প্রচারিত হতে চলেছে এই মেগা। 

 


তবে নতুন মেগা আসা মানেই, পুরনো মেগা বন্ধের ঘণ্টা বাজা। এক্ষেত্রে কোন মেগার বিদায় জানানোর পালা এগিয়ে আসছে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। এই মেগার মাধ্যমে বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন সৌরভ চক্রবর্তী। বিপরীতে শুভস্মিতা মুখোপাধ্যায়। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল। গল্পে নায়ক-নায়িকা যেমন থাকবে, তেমন ভিলেনও তো থাকবে! ইতিমধ্যেই আঁচ পাওয়া গিয়েছে, কে হচ্ছেন এই গল্পের ভিলেন। খল নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী তনয়া চট্টোপাধ্যায়কে।