সুকুমার রায়ের অমর সৃষ্টি 'পাগলা দাশু'। এই চরিত্রটি আট থেকে আশির মনেই গেঁথে রয়েছে। বই তো মন ভাল করে দেওয়ার অসুধ। আর পাগলা দাশুর গল্প যেন ছোট থেকে বড়দের বিনোদনের খোরাক জোগায়। সুকুমার রায়ের সৃষ্টি পাগলা দাশুকে চেনেন না এমন মানুষ খুব কম। এবার আর বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না পাগলা দাশুর দুষ্টুমি। বড়পর্দায় আসতে চলেছে এই চরিত্র।

 

গল্পের বইয়ের নানা চরিত্র নিয়ে বড়পর্দায় এর আগেও বহু কাজ হয়েছে। তবে পাগলা দাশুকে নিয়ে প্রথমবার এই পরিকল্পনা। জানা যাচ্ছে এই চরিত্রটি বড়পর্দায় আনার ভাবনায় আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ার অন্দরের খবর পর্দায় 'পাগলা দাশু'কে ফুটিয়ে তুলতে চলেছেন অভিনেতা পূষণ দাশগুপ্ত।


ইতিমধ্যেই নাকি পূষণের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে শুটিং লোকেশন রেকি করছেন পরিচালক। সঙ্গে চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজও। পাগলা দাশুর নানা কীর্তি নিয়ে ছোট ছোট গল্প এর আগে পাঠক পড়েছেন। তবে বড়পর্দায় কোনও একটা গল্প নিয়ে ছবি তৈরি হবে? নাকি অনেকগুলো গল্পকে নিয়ে চিত্রনাট্য এগোবে? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। 

 


যেহেতু এই গল্পের মূল আকর্ষণ পাগলা দাশুর চরিত্রটিই, তাই এই গল্পকে আরও কমেডির মিশেলে সাজাচ্ছেন পরিচালক। তবে ছবিতে পূষণের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বহু টলি তারকাকে। আবার থাকতে পারে নতুন মুখও। সব মিলিয়ে পাগলা দাশু ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে বড়পর্দায় অভিষেকের। 


প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন মুক্তি পেয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'বিজয়নগরের হীরে'। এই ছবিতে কাকাবাবু ও সন্তুর সঙ্গে রোমাঞ্চে যোগ দিতে দেখা গিয়েছে জোজোকে। আর 'জোজো'র চরিত্রে দেখা গিয়েছে পূষণকে। ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক প্রশংসা পাচ্ছে এই ছবিটি। একইদিনে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর পরিচালনায় 'হোক কলরব'। সেখানেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে পূষণকে। এছাড়াও আগামীতে পূষণকে দর্শক দেখবেন ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকের সিরিজ 'কাটাকুটি ২'-এ। এই সিরিজের পরিচালনার দায়িত্বে রাজা চন্দ। হয়ে গিয়েছে সিরিজের শুটিং। খবর, চলতি বছরেই মুক্তি পাবে এই থ্রিলার ঘরানার সিরিজটি।