নিজস্ব সংবাদদাতা: কঠিন বাস্তবের মুখোমুখি হলে কি পিছু হটে প্রেম? চেনা মানুষও হয়ে ওঠে অচেনা? ২৫ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনায় বদলে যায় দুটো জীবন। আর বর্তমানে অতীত ফিরে এসে বদলে দেয় তিনটে জীবনের সমীকরণ। এই গল্প নিয়েই আসছে বাংলা ছবি 'ত্রিধারা'। 

 

 

 

 

অমিত মুখোপাধ্যায়ের প্রযোজনায়, পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। এই ছবির কাহিনিও তাঁর লেখা। সূত্রের খবর, ছবির মুখ্য তিন চরিত্রে দেখা যেতে পারে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। 

 

 

 

গল্পের মোড়ে একটি ঘটনায় তিন তারকার জীবন বদলে যাবে। হঠাৎই সবকিছু ওলটপালট করে ফিরে আসবে ২৫ বছর আগের হারিয়ে যাওয়া প্রেম। এরপর তিন খাতে বইবে তিনজনের গল্প, এই নিয়েই তৈরি হবে 'ত্রিধারা'। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আবারও এপার বাংলার ছবিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। অন্যদিকে, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এটাই হতে চলেছে তাঁর প্রথম কাজ। 

 

 

 

 

যদিও এই ছবির ভাবনা এখন প্রাথমিক পর্যায়ে। চলছে কথাবার্তা, তাই এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ ছবির নির্মাতারা।