২০২০ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। এক সময় টলিউডের জনপ্রিয় অভিনেতা হলেও রাজনীতিতে যোগদানের পর থেকে টলিউড থেকে সরে আসেন তিনি। তবে শোনা যাচ্ছে আবার বেশ কয়েক বছরের বিরতি নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন হিরন চট্টোপাধ্যায়। টলিউডের অন্দরের খবর, পরিচালক নেহাল দত্তর পরিচালনায় হিরণ চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার জুটিকে বড়পর্দায় দেখতে চলেছেন দর্শক। এমনকী হয়ে গিয়েছে ছবির শুটিংও। 

 

 

 

 

তবে এই ব্যাপারে পরিচালকের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। রাজনীতিতে যোগদানের পর থেকে কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলেন অভিনেতা, যদিও ঘাটালে দেবের বিপরীতে দাঁড়ালেও পরাজিত হন হিরণ। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আসে নানা বদল। স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পাশাপাশি খড়্গপুরে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা ও শোনা যায় অভিনেতার ব্যাপারে। 

 

 

 

যদিও এই বিষয়ে কখনওই কিছু বলেননি হিরণ। টলিউড থেকে কেন দূরে রয়েছেন সেই কারণে কখনও জানাননি তিনি। তবে অবশেষে বড়পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। সঙ্গে ফিরছে দর্শকের জনপ্রিয় জুটি হিরণ এবং পায়েল। সূত্রের খবর, ইতিমধ্যেই শুটিং সেরে ফেলেছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী। 

 

 

আরও পড়ুন: মোড় ঘোরানো চমক 'চিরসখা'য়! কমলিনীকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবে স্বতন্ত্র?

 

 

যদিও ছবির নাম কী বা গল্পের বিষয় এখনও জানা যায়নি। একসময় চুটিয়ে জুটি বেঁধে অভিনয় করেছেন হিরণ চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার। 'জামাই ৪২০', 'জামাই বরণ', 'জিও পাগলা', 'লে হালুয়া'-র মত একাধিক ছবিতে জুটি বাঁধতে দেখা গেছে হিরণ ও পায়েলকে। এরপর নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেন হিরণ চট্টোপাধ্যায়। যেখান থেকে 'মেহের আলী' নামক একটি ছবি মুক্তি পায়। মুখ্য চরিত্রে ছিলেন হিরণ, সঙ্গে ছিলেন পায়েল। 

 

 

 

 

তবে টলিউডে মেনস্ট্রিম ছবি কমে যাওয়ার পর থেকে এই জুটিকে তেমনভাবে আর দেখা যায়নি। বহু বছর পর আবার দর্শক দেখতে চলেছেন এই জুটিকে বড়পর্দায়। তবে সেই আগের মতো চরিত্রেই দেখা যাবে তাঁদের নাকি সময় বদলানোর কারণে এই ছবিতে নতুন ভাবে দেখা যাবে হিরণ ও পায়েলকে, সেটাই এখন দেখার অপেক্ষা।

 

 

 

 

বর্তমান সময়ে পুরনো জুটিদের একাধিক ছবিতে ফিরতে দেখা গিয়েছে। মিঠুন চক্রবর্তী-দেবশ্রী রায়, মিঠুন চক্রবর্তী-মমতা শঙ্কর, দেব-শুভশ্রী, প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি পুরনো সব তিক্ততা ভুলে দেবশ্রী রায়ের সঙ্গে আবার পরিণত প্রেমের গল্পে ফিরতে চান। তবে পরবর্তী সময়ে সেটা আর সম্ভব হবে কিনা সেটা বলবে সময়। তবে অন্যান্য পুরনো জুটির মতোই আবার বড়পর্দায় ফিরছে হিরণ-পায়েল জুটি। 

 

 

 

 

একসময় মূলত কমেডি ঘরাঊছবিতেই দেখা গিয়েছে এই জুটিকে। নাচ,গান,অ্যাকশন,প্রেম নিয়ে তৈরি হয়েছে সেই সব ছবি। তবে এখন ছবির ধরন অনেকটাই বদলেছে। বছরে মেইনস্ট্রিম ছবি হয় হাতে গোনা কয়েকটা। ছবির ধারা অনুযায়ী কি নিজেদের ধারাও বদলাবেন হিরণ-পায়েল? পরিচালক নেহাল দত্ত বিভিন্ন ধারার ছবি বানিয়েছেন। তাই বহু বছর পর আবার হিরণ চট্টোপাধ্যায়কে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। রাজনীতির ময়দানের পাশাপাশি বড়পর্দায় কীভাবে ফিরছেন তিনি তা জানতে উত্তেজিত দর্শক।