নিজস্ব সংবাদদাতা: বেশ কিছুদিন আগেই নিজের শহর কলকাতায় ফিরেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়, নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টলিউডের বড়পর্দায় কাজ শুরু করছেন এই অভিনেত্রী। টলিউড হোক বা বলিউড নিজেকে নানাভাবে প্রমাণ করে চলেছেন দেবচন্দ্রিমা।
বলিউডে 'সুহাগন চুড়েল' ধারাবাহিকের মাধ্যমে জাতীয় স্তরে প্রথম কাজ করেন দেবচন্দ্রিমা। সিউড়ি থেকে আসা মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে যেভাবে টলিউডের পাশাপাশি বলিউডে জায়গা করে নিয়েছে তা নিয়ে প্রশংসা করছেন অনেকেই। এর আগেও যদিও বড় পর্দায় কাজ করেছেন দেবচন্দ্রিমা। 'বুমেরাং' ছবিতে সৌরভ দাস-এর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে দেবচন্দ্রিমাকে। আবার 'কিসমিস' ছবিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন দেবচন্দ্রিমা। এবার বড় পর্দায় আবার শুরু করবেন তিনি।
শোনা যাচ্ছে যে ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা, টলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অভিনেত্রী। ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে শুটিং। কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে চলবে শুটিং। তবে কোন ছবি বা পরিচালক কে তা এখনও জানা যায়নি। বলিউডে কাজ শুরু করলেও টলিউডেও সমানতালে কাজ চালিয়ে যাবেন দেবচন্দ্রিমা, এ কথা তিনি আগেও জানিয়েছিলেন। হিন্দি ধারাবাহিকের আগে বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়ে কখনই তেমন ভাবে আলোচনা করতে চাননি এই অভিনেত্রী, বরং কাজ নিয়ে বেশি কথা হোক, এটাই চেয়েছেন তিনি। তাই সব বিতর্ক থেকে নিজেকে সরিয়ে একের পর এক ভাল কাজ করতে চাইছেন দেবচন্দ্রিমা সিংহ রায়।
