এই মুহূর্তে দর্শক অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'‌‌-এ। শুরু থেকেই দর্শকের ভালবাসা পেয়েছে এই মেগা। তাই টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে দারুণ ফল করে এই ধারাবাহিক। তবে সূত্রের খবর, অন্য চ্যানেলের এক ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যেতে চলেছে চান্দ্রেয়ীকে। তবে কি 'রাঙামতি'তে আর দেখা যাবে না অভিনেত্রীকে?

 

সেটা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। গল্পের ট্র্যাক অনুযায়ী 'রাঙামতি'তে গুরুত্বপূর্ণ চরিত্রেই আছেন অভিনেত্রী। তবে একসঙ্গে দুটি মেগাতেও দেখা যেতে পারে তাঁকে। আগামীতে চান্দ্রেয়ীকে দেখা যেতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিকে। যে ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার কথা রাহুল মজুমদারের। 

 

কিছুদিন আগে হঠাৎ করে শেষ করে দেওয়া হয় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকেই মাত্র কয়েক মাস আগে 'আদিত্য' রূপে নতুন যাত্রা শুরু করেন রাহুল মজুমদার। দর্শকদের ভালবাসায় মাত্র কয়েক দিনের মধ্যেই তা জনপ্রিয় হয়ে ওঠে। তবে হঠাৎ করে ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হয়েছিল অভিনেতার অনুরাগীদের। 

 


তবে আজকাল ডট ইন আগেই জানিয়েছিল নতুন বছরে নতুন রূপে রাহুলকে জি বাংলার একটি নতুন ধারাবাহিকে দেখতে পাবেন দর্শক। অন্তত তেমনটাই শোনা যাচ্ছে। স্টার জলসার পর এবার জি বাংলার নায়ক হয়ে ফিরছেন তিনি।

 


শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের রাহুলকে দেখা যেতে চলেছে একদম নতুন লুকে। এর আগে দর্শকেরা তেমন ভাবে দেখেননি এই অভিনেতাকে। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের চরিত্রে অভিনয় করবেন রাহুল। সেই কারণেই তাঁর লুক হতে চলেছে সম্পূর্ণ অন্য রকম। বিশেষ করে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে যেমন ভাবে দর্শকেরা রাহুলকে দেখেছেন, ঠিক তাঁর বিপরীত রূপে দেখতে পাবেন তাঁকে। 

 

এদিকে, ইঞ্জিনিয়ারিংয়ের বই ফেলে এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় আসছে মেয়ে সম্পূর্ণা রক্ষিত। রাহুলের নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। এই মেগার গল্পে কেবল প্রেম নয়, এই ধারাবাহিকের পটভূমিতে থাকছে ‘রাজনীতি’। টলিপাড়ার অন্দরের খবর, সম্পূর্ণাকে দেখা যাবে এক রাজনৈতিক নেতার মেয়ের চরিত্রে।

   

 

যদিও এখনও নাম চূড়ান্ত হয়নি ধারাবাহিকের। কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং। তবে শোনা যাচ্ছে, আর কিছু মাসের মধ্যেই এই ধারাবাহিক জি বাংলার পর্দায় দেখতে পাবেন দর্শক। বিভিন্ন চরিত্রের মাধ্যমে নিজেকে বারবার দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন রাহুল। ‘খুকুমণি হোম ডেলিভারি’ হোক বা ‘হরগৌরী পাইস হোটেল’ বা ‘অনুরাগের ছোঁয়া’, নিজেকে এক রকম চরিত্রের মধ্যে কখনওই ধরে রাখতে চাননি তিনি। তবে রাহুল যেভাবেই দর্শকের সামনে এসেছেন প্রত্যেকবার অত্যন্ত ভালবাসা পেয়েছেন। এবার নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধে দর্শকের কতটা মন জয় করতে পারেন অভিনেতা, সেটাই দেখার।