নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'উড়ান'-এ নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন রত্নপ্রিয়া দাস। বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা প্রতীক সেনকে। এই মেগার হাত ধরে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিল প্রতীক-রত্নপ্রিয়ার জুটি। 

 

 

 

 

ধারাবাহিক শেষ হতেই তাই তাঁদের ফের পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। যদিও প্রতীক অপেক্ষার অবসান ঘটিয়েছেন। তবে এবার স্টার জলসায় নয়, জি বাংলার নতুন ধারাবাহিক 'দাদামণি' নিয়ে ছোটপর্দায় ফিরছেন তিনি। প্রযোজনায় নীলাঞ্জনা সেনগুপ্তর 'নিনি চিনি'জ মাম্মা' প্রোডাকশন হাউজ।

 

 

 

এবার প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া। কয়েকদিন ধরেই তাঁর ফেরার গুঞ্জন চলছিল টলিপাড়ায়। তবে এবার এল চূড়ান্ত খবর। 'অর্গানিক প্রোডাকশন হাউজ'-এর ব্যানারে জি বাংলার আসছে একটি নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকার চরিত্রেই দেখা যাবে রত্নপ্রিয়াকে। তাঁর নায়কের চরিত্রে উঠে আসছে টলিপাড়ার বেশকিছু পরিচিত মুখের নাম। সোমরাজ মাইতি থেকে শুরু করে আসছে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের নামও। 

 

 

 

 

জানা যাচ্ছে, নতুন ধারাবাহিকের গল্প এগোবে একেবারে নিখাদ প্রেমকে কেন্দ্র করেই। ইতিমধ্যেই হয়েছে লুক সেট। জুনের শুরু থেকেই শুটিং ফ্লোরে যাবে এই মেগা।