নিজস্ব সংবাদদাতা: ওটিটির পর্দায় শুধু ছবি, সিরিজ নয়, এবার দেখা যেতে চলেছে ধারাবাহিকও।‌ আসছে 'হইচই'-এর নতুন পরিকল্পনা 'টিভি প্লাস'। যাকে এক কথায় টেলি সিরিজও বলা যায়। প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে মুক্তি পাবে এর এক একটি পর্ব। ইতিমধ্যেই বেশ কয়েকটি টেলি সিরিজের কথা প্রকাশ্যে এসেছে। 

 


'হইচই'-এর 'গল্পের পার্বণ'-এ মুক্তি পেয়েছিল রামকৃষ্ণ পরমহংসের জীবনীভিত্তিক টেলি সিরিজ 'শ্রী রামকৃষ্ণ'-র প্রথম ঝলক। পরিচালনায় শ্রীজিৎ রায় ও সৌভিক চক্রবর্তী। কিন্তু প্রকাশ্যে আসা প্রথম পোস্টারে স্পষ্ট হয়নি চরিত্রাভিনেতার মুখ। 

 

 

এবার জানা যাচ্ছে, এই চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ সাহাকে। এর আগেও 'রামকৃষ্ণ'-র চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি'তেও 'রামকৃষ্ণ'র চরিত্রে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন সৌরভ। পর্দায় আধ্যাত্মিকতায় যেন মিশে গিয়েছিলেন তিনি। 

 


আবারও একবার 'রামকৃষ্ণ' হয়ে ফিরছেন সৌরভ। তবে এবার ছোটপর্দায় নয়, ওটিটির দুনিয়ায় নজর কাড়বেন তিনি। এই প্রথমবার ওটিটিতে অভিষেক হতে চলেছে সৌরভের। শুধু সৌরভই নন, টেলি সিরিজে পথ চলা শুরু করছেন পরিচালকদ্বয় শ্রীজিৎ-সৌভিক। চলতি বছরের শেষেই মুক্তির অপেক্ষায় রয়েছে এই টেলি সিরিজ।