শুরু হয়ে গেল ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলতি বছর বইমেলার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনেই হচ্ছে বইমেলা। এই প্রথম থিম কান্ট্রি আর্জেন্টিনা। এহেন অবহেই সমাজমাধ্যমে নজর কেড়েছে জনপ্রিয় বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের বই সংক্রান্ত একটি পোস্ট।  

তিনি বাংলার অন্যতম পরিচিত বাচিকশিল্পী। আর আবৃত্তি মানেই যেন ব্রততী বন্দ্যোপাধ্যায়।  একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সন্তানের মতো, বই পড়তে দারুণ ভালবাসেন। বইয়ের সংগ্রহ বাড়তে বাড়তে নিজের বাড়িতেই নিজস্ব ছোটখাটো এক পাঠাগার বানিয়ে ফেলেছেন তিনি। সেখানে রয়েছে হরেক কিসিমের হাজারের উপর বই। ব্রততীর জীবনে বই যে কতটা গভীরভাবে জড়িয়ে, তা নতুন করে মনে করিয়ে দিয়েছে তাঁর এই লেখা।

ফেসবুকে শিল্পী লিখলেন, “এই মুহূর্তে কলকাতার বুকে ৪৯ তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে।বইমেলা এলে আমি সারা কলকাতা জুড়ে শহরের যেখানেই যাই না কেন,কেমন একটা বই বই গন্ধ পাই! নতুন বইয়ের পাতা ওল্টানোর গন্ধ, পুরনো বইয়ের হলুদ হয়ে যাওয়া পাতার স্মৃতির সোঁদা গন্ধ,এগুলো যেন চারপাশে ভেসে বেড়ায়। 

সরস্বতী পুজোর আগে প্রতিবছর বইয়ের তাক পরিষ্কার করি আমি। নিজেই করি। পাতার কোণে জমে থাকা ধুলো ঝাড়তে ছাড়তে অনেক স্মৃতির দরজা খুলে যায়।সেই কবে থেকে সংগ্রহ হতে হতে বইয়ের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে.....
 

 

কোন বইয়ের পাতায় নীরেনদা র সই, কোন বইয়ের পাতায় শঙ্খ দা,সুনীলদা,শক্তিদা, বুদ্ধদেব গুহের সই করা বই ও আছে.... প্রতিটি তাকে আলাদা আলাদা করে রেখেছি আমার প্রিয় কবিদের কবিতার বই। কোন তাকে আলোচনামূলক প্রবন্ধের বই।জীবনী গ্রন্থ, বাইবেল থেকে ভগবত গীতা পর্যন্ত। বিভিন্ন বিষয়ের ওপর বই চলচ্চিত্র বিনোদন খেলা সংগীত সব মিলেমিশে আছে কোনো কোনো তাকে। আর একটা বড় অংশ জুড়ে আছেন শুধু রবীন্দ্রনাথ।তাঁর  লেখা বই,তাঁকে  নিয়ে লেখা বই।” পোস্টের শেষে নিজের এই ব্যক্তিগত ‘বইমেলার’ কিছু ঝলকও ভাগ করে নিয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়।
(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল।)

 

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা বইমেলায় অংশ নিয়েছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পেরু, জাপান, থাইল্যান্ড, এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। এছাড়াও রয়েছে দেশের বিভিন্ন প্রদেশের বহু প্রকাশনা সংস্থা। তবে হ্যাঁ, এবারও মেলায় থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন।