নিজস্ব সংবাদদাতা: বাংলার বক্স অফিসে সুপার-ডুপার হিট 'খাদান'। ইতিমধ্যে ১২ কোটির কাছাকাছি আয় করে ফেলেছে এই ছবি। দেবে-যিশুর কামাল দর্শক থেকে সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হচ্ছে। 

 


ছবিতে দেব-যিশু সেনগুপ্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরখা বিস্ত, জন ভট্টাচার্য, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তীর মতো তারকারা। 'খাদান'-এর পরিকল্পনায় ছবিতে দেব-যিশুর সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তর থাকার কথা ছিল। কিন্তু শুটিং ফ্লোরে যাওয়ার আগেই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বনি। সেই জায়গায় 'খাদান'-এ দেখা যায় জন ভট্টাচার্যকে। 

 


কিন্তু কেন 'খাদান' থেকে সরেছিলেন বনি? আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "আমি যে ধরণের কাজ করি, তাতে দর্শক আমায় মেইন স্ট্রিম হিরো হিসাবে চেনেন। নিজেকে বিভিন্ন চরিত্রের জন্য ভাঙছি ঠিকই, কিন্তু এই মুহূর্তে পার্শ্বচরিত্রে অভিনয় করা ঠিক হত না। এই কথা দেবদা, রানে (নিসপাল সিং রানে)দা দু'জনেই বলেন আমায়। তাই সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।" 

 


এখন তো 'খাদান'-এর সাফল্য তুঙ্গে, আফসোস হচ্ছে? একটু হেসে বনির জবাব, "না, আমি ছবি থাকলেও চরিত্রটা বদলাতো না। তাই খুব একটা পরিবর্তন হয়ত হত না। তাছাড়া আমার মনে হয়, জন আমার থেকেও অনেক ভাল কাজ করেছে।‌ তাই 'খাদান'-এর সাফল্যে আমি খুব খুশি।"