আর এক মাস ৪ দিন। তারপরেই কলকাতাজুড়ে সিনেমা-পার্বণ, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার প্রকাশ্যে তারই বাংলা প্যানোরামা বিভাগের ছবির নাম। যা তুলে ধরছে আজকাল ডট ইন। এই বিভাগে মোট ছ’টি ছবি জায়গা করে নিয়েছে। তালিকায়, ‘মনপতঙ্গ’, ‘বনবিবি’, ‘বিজয়ার পরে’, ‘মাতৃপক্ষ’, ‘আবার আসিব ফিরে’, ‘অনাথ’। এর মধ্যে রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের দুটো ছবি, মাতৃপক্ষ এবং বিজয়ার পরে। 

এবছর কিংবদন্তি আন্তর্জাতিক পরিচালক মৃণাল সেনের ১০০ বছর। তাঁকে শ্রদ্ধা জানাতে অঞ্জন দত্তর ‘এখন চালচিত্র’ ছবিটি দেখানো হবে। অঞ্জয় মৃণাল সেনের আবিষ্কার। চালচিত্র ছবি দিয়ে তাঁদের যাত্রা শুরু। এরপর খারিজ-সহ একাধিক ছবিতে পরিচালক-অভিনেতার গাঁটছড়া। ‘গুরু’কে তিনি যেভাবে দেখেছেন সেভাবেই তুলে ধরছেন। মৃণাল সেনের ভূমিকায় নিজেই অভিনয় করেছেন।

মুক্তির আগেই রানা সরকারের ‘বনবিবি’ কলকাতা চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। মুখ্য আকর্ষণ পার্নো মিত্র, দিব্যেন্দু ভট্টাচার্য। রাজদীপ ঘোষের পরিচালনায় সুন্দরবনের বিধবা পল্লী, তাঁদের প্রেম-অপ্রেম, জীবনযাত্রা—ছবির বিষয়। পাশাপাশি উঠে এসেছে সেখানকার অন্ধকার দিকও। পরিচালকের আশা, ‘বনবিনি’ উৎসবে জায়গা করে নেওয়ায় ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়বে।

‘বিজয়ার পরে’ ছবিটি অভিজিৎ শ্রী দাসের প্রথম বড় ছবি। বোধনে যার শুরু, বিজয়া মানেই কি তার শেষ? এই প্রশ্নের উত্তর খুঁজবে ছবি। ছবিতে দীপঙ্কর দে, মমতাশঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি।

পরপর ছক্কা হাঁকাচ্ছেন প্রযোজক অঞ্জন বসু। ‘কালকক্ষ’র পরে তাঁর প্রযোজনায় শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পালের আরও একটি ছবি ‘মনপতঙ্গ’ জায়গা করে নিয়েছে উৎসবে। হিন্দু-মুসলিম প্রেম এবং কলকাতায় ফুটপাথবাসীদের জীবন এই ছবির সম্পদ। ছবির আকর্ষণ ‘ব্যান্ডিড ক্যুইন’ সীমা বিশ্বাসের অভিনয়।

রাজেশ রায়ের ‘মাতৃপক্ষ’ সেই মায়েদের গল্প দেখাবে, যেখানে সন্তানধারণ না করেও মা হওয়া যায়। এই সম্পর্কেই বাঁধা অনাথ ভূতো আর তার যৌনকর্মী পাতানো মা। ছবিতে মুখ্য ভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায়। এখানে উঠে আসবে গ্রামে রয়ে যাওয়া কুসংস্কারাচ্ছন্ন জীবন।

দেবপ্রতিম দাশগুপ্তের ছবি ‘আবার আসিব ফিরে’। ছবিতে এমন এক যুবকের গল্প যে নিজের দেশে ফিরে এসে তার প্রেমে পড়ে যাবে। এবং আবার ফিরে আসার শপথ করবে। ছবিতে ঋতব্রত মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, মীর রয়েছেন।

‘অনাথ’ আনিসুলের ছবি। মানুষ জাতপাতের উর্ধ্বে। এই ছবি সেই গল্প বলবে।