বলিউডের 'ফ্যাশন কুইন' সোনম কাপুর আবারও তাঁর অনুরিগীদের উচ্ছ্বসিত করে তুলেছেন। তিনি সম্প্রতি তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটি ঘোষণা করেছেন। স্টাইলিশ হট-পিঙ্ক পোশাকে স্ফীতোদর আগলে ছবি পোস্ট করেছেন সোনম।
2
6
দীর্ঘদিন ধরেই সোনম কাপুরের দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। গত অক্টোবর মাস থেকেই বিভিন্ন মহল থেকে খবর আসছিল যে অভিনেত্রী দ্বিতীয় ট্রাইমেস্টারে রয়েছেন। অবশেষে গত বৃহস্পতিবার, ২০নভেম্বর সোনম কাপুর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আবেগপূর্ণ পোস্টের মাধ্যমে এই জল্পনার অবসান ঘটান।
3
6
পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, সোনম একটি নজরকাড়া হট-পিঙ্ক রঙের পোশাকে তাঁর বেবি বাম্পে সযত্নে হাত রেখে আছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি শুধু 'মা শব্দটি লিখেছেন। মাতৃত্বের এই স্নিগ্ধ ছবিতে তাঁর 'ফ্যাশন স্টেটমেন্ট'ও ছিল অনবদ্য।
4
6
ফ্যাশন আইকন হিসেবে সোনম তাঁর মাতৃত্বকালীন শৈলীর মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় নতুন ট্রেন্ড সেট করে চলেছেন। তাঁর এই রুচিসম্মত স্টাইলের জন্য ভক্তরা তাঁকে প্রিন্সেস ডায়ানার সাথেও তুলনা করেছেন।
5
6
সোনম কাপুর এবং তাঁর স্বামী, ব্যবসায়ী আনন্দ আহুজা, ২০১৮ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিনের প্রেমের পর তাঁদের বিয়ে হয়। এরপরে, ২০২২ সালের আগস্ট মাসে তাঁদের প্রথম পুত্রসন্তান বায়ুর জন্ম হয়। এবার তাঁদের পরিবারে আসছে আরও নতুন সদস্য। এই আনন্দের খবরে সোনম ও আনন্দের পরিবার এবং বন্ধু-বান্ধবদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে।
6
6
অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনম, সঞ্জয় লীলা বানসালির 'ব্ল্যাক' ছবিতে সহকারী পরিচালক হিসাবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তাঁর প্রথম অভিনয় ছিল বানসালিরই রোমান্টিক ড্রামা 'সাওয়ারিয়া' ছবিতে। এরপর তিনি 'আই হেট লাভ স্টোরিজ', 'রাঞ্ঝনা', 'নীরজা', এবং 'ব্লাইন্ড'-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তাঁকে শেষবার ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার 'ব্লাইন্ড'-এ দেখা গিয়েছিল।