সংবাদসংস্থা মুম্বই: জেলেই মৃত্যু হল সলমন খান ফায়ারিং মামলায় অভিযুক্ত অনুজ থাপার। গত ১ মে, ২০২৪, ক্রাইম ব্রাঞ্চ পুলিশ লকআপের শৌচাগারে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রের খবর আত্মহত্যা করেছেন অনুজ। তবে মৃতের মায়ের দাবি, খুন হয়েছে ছেলে। সব পুলিশের কারসাজি। সেই মর্মে গত ৩ মে, বম্বে হাইকোর্টে   মামলা দায়ের করেন তিনি। তবে সেই মামলা থেকে সলমন খানের নাম সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে আদালত। 
অনুজের মা রীতা দেবীর পিটিশন থেকে অভিনেতার নাম সরে যাওয়াতে স্বস্তিতে খান পরিবার। ডিভিশন বেঞ্চ ওই পরিবারকে বরং প্রশ্ন করেছেন অভিনেতার নাম উল্লেখ করার কারণে। জেলের মধ্যে মৃত্যু হয়েছে বন্দির। এর সঙ্গে অভিনেতার কোনও রকম সম্পর্ক নেই। তাহলে কোন কারণে সলমনের নাম জড়ানো হল? তাঁর ভাবমূর্তি নষ্ট করার কারণে? 
এই ঘটনার পর ছেলের মৃত্যুর কারণ জানতে সিবিআই এর দ্বারস্থ হয়েছেন রীতা দেবী। কাস্টডিতে নিয়ে ছেলের ওপর অত্যাচার করা হয়েছে, তেমনটাই জানিয়েছেন অনুজের মা। তাঁদের পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন, 'সলমনের মুক্তি নেই এই ঘটনা থেকে। এই মৃত্যু মামলায় সলমনকে জেরা করতে পারেন সিআইডি।' 
এই সব ঘটনায় নতুন করে বিপাকে পড়তে চলেছেন অভিনেতা, তেমনটাই মনে পড়ছে সমালোচকরা।