সংবাদ সংস্থা মুম্বই: মা দিবসে বলিউড তারকারা জানালেন মায়েদের প্রতি অগাধ ভালবাসা। করিনা কাপুর বললেন—একজন মা মানেই অবিশ্বাস্য শক্তির উৎস। অন্যদিকে, নীতু সিং শেয়ার করলেন এক ফ্রেমে তিন প্রজন্মের মা—নিজে, মেয়ে ঋদ্ধিমা এবং বউমা আলিয়া ভাটের ছবি।


আল্লু অর্জুন মায়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, “সব অসাধারণ মায়েদের মা দিবসে-র শুভেচ্ছা ”। ছবিতে ছিলেন স্ত্রী স্নেহা রেড্ডি এবং তাঁর মা-ও—অর্থাৎ সব মায়েদের প্রতি শ্রদ্ধা জানালেন অভিনেতা।

 

 

?ref_src=twsrc%5Etfw">May 11, 2025

সানি দেওল তাঁর মা প্রকাশ কৌরের সঙ্গে পুরনো ছবি জুড়ে তৈরি করলেন এক আবেগময় ভিডিও। সঙ্গে লিখলেন, “যিনি সব কিছু দিলেন, বিনিময়ে কিছু না চেয়ে—তাঁর ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। শুভ মাদার’স ডে, মা।”

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram