অভিনেতা গোবিন্দাকে ঘিরে ফের সরগরম বলিউডের গসিপ দুনিয়া। তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে গোবিন্দা-সুনীতার দাম্পত্য নাকি ছারখার! বেশ অনেকদিন ধরেই বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে ফিসফাস। যা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা। 

এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দা, এই গুঞ্জনে খোলাখুলি কথা বলেছেন সুনীতা। এক টক শো-র আড্ডায় নিজের মনের কথা জানিয়েছেন তিনি। বলেন, “আমি আগেও অনেকবার মিডিয়াকে বলেছি আমিও এই খবর শুনেছি। কিন্তু যতক্ষণ না আমি নিজের চোখে দেখি বা হাতে-নাতে কিছু ধরতে পারি, ততক্ষণ কাউকে দোষারোপ করতে পারি না। শুনেছি, তিনি নাকি একজন মারাঠি অভিনেত্রী। তবে দেখিনি বলে কিছু বলতেও পারি না।”

তবে এখানেই থামেননি গোবিন্দা ঘরনি। বয়স ও দায়িত্ব নিয়েও খোলামেলা মত প্রকাশ করেছেন তিনি। তাঁর মন্তব্য, “এই বয়সে এসব করার সময় নয়। এখন গোবিন্দার ভাবা উচিত মেয়ের বিয়ে ও ছেলে যশের কেরিয়ার নিয়ে। ওর উচিত পরিবারের দিকে মন দেওয়া, বাইরে এসব গসিপে না জড়ানো।” তিনি আরও বলেন, “জীবনে অনেক সময় মানুষ নানা পরিস্থিতির মধ্যে পড়ে, কিন্তু আমি সবসময় সত্যিটাই বলি। মিডিয়াকেও বলেছি যতক্ষণ না আমি মুখ খুলছি, কিছু বিশ্বাস কোরো না। আমি মিথ্যে বলি না।”

গোবিন্দা ও সুনীতার সম্পর্ক বরাবরই বলিউডে আলোচনার বিষয়। নব্বইয়ের দশকে তাঁদের প্রেমের কাহিনি ছিল রূপকথার মতো। পরে বিয়ে ও সন্তানদের জন্মের পরও তাঁদের জীবনে কম ঝড় আসেনি। বেশ কিছু বছর আগে তাঁদের মধ্যে মতভেদ ও দূরত্বের খবর ছড়িয়েছিল। এমনকী গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলেছে।

তবে এবার নিজের বক্তব্যে সুনীতা বুঝিয়ে দিলেন, তিনি এখনও স্বামীকে সম্পূর্ণ বিশ্বাস করেন। প্রমাণ ছাড়া কোনও রকম অভিযোগ তুলতে রাজি নন। বলিউড মহলে অনেকে মনে করছেন, তাঁর এই মন্তব্যে স্পষ্ট, তারকা দাম্পতির বৈবাহিক জীবনে ভাঙন নয়, বরং কিছুটা সন্দেহের দেওয়াল তৈরি হয়েছে।

গোবিন্দা যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে সুনীতার এই খোলামেলা মন্তব্যে বলিউডে নতুন করে শুরু হয়েছে জল্পনা। আসলে কি শুধুই গুজব, নাকি লুকিয়ে আছে অন্য কোনও সত্য? জানতে আগ্রহী অনুরাগীরা।