সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে যেন শুরু হয়েছে এক নতুন ‘ক্যাটফাইট’। স্বল্প পোশাক পরা নিয়ে খুশি মুখার্জিকে ঘিরে জারিন খানের একটি ব্যঙ্গাত্মক মন্তব্য রীতিমতো আগুন জ্বালিয়ে দিল ইন্ডাস্ট্রিতে। আর সেই আগুনে এবার ঘি ঢেলে দিয়েছেন খুশি নিজেই—পাল্টা মোক্ষম খোঁচায় ঘায়েল করেছেন জারিনকে! 

 

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরিতে নাম না করে খুশির খোলামেলা পোশাক ও ব্যবহার নিয়ে মন্তব্য করেন জারিন খান। লেখেন— “আজকাল অনেক ভিডিওতে দেখি মেয়েরা প্রায় নগ্ন অবস্থায় বেরোচ্ছে, আবার সেই পোশাক নিজেই টানাটানি করে ঢাকার চেষ্টা করছে। স্কার্ট এত ছোট যে পুরো পিঠ দেখা যাচ্ছে। তাহলে দেখানোর ইচ্ছে থাকলে ঢাকছ কেন? খুবই বিভ্রান্তিকর সময়!”

 

অনেকেই ধরে নেন যে এই মন্তব্যটি ছিল খুশি মুখার্জিকে উদ্দেশ্য করে, কারণ সম্প্রতি একটি সোনালী, অতিমাত্রায় খোলামেলা পোশাক পরে ক্যামেরাবন্দি হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে খুশি মুখার্জি সরাসরি জবাব দেন জারিনকে। বলেন—“ আরে, উনি তো সলমন খানের সঙ্গে ডেবিউ করেছিলেন, বড় ব্যাপার না? তারপর...যাই হোক,  কিন্তু এখন যেভাবে উনি কথাবার্তা বলছেন যদি সিনেমায় ওভাবে এক্সপ্রেশন বা কণ্ঠের কেরামতি দেখাতে পারতেন, যেভাবে এখন রিলস করছেন, তা হলে হয়তো আজ উনিই হতেন দীপিকা পাড়ুকোনের পরবর্তী বড় নাম!”

 

খুশির এই মন্তব্যের পর জারিন খানের ফ্যানেরা ঝাঁপিয়ে পড়েছেন নিজেদের প্রিয় অভিনেত্রীর সমর্থনে। কেউ লিখেছেন— “ঠিকই তো বলেছেন জারিন”, আবার কারও মন্তব্য— “জারিনের হাতে তো তাও ছবি আছে, তোমার তো প্রচার পাওয়ার জন্য অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে হয় না!” একজন তো সরাসরি খুশিকে আক্রমণ করেই লিখেছেন— “তোমার প্রচার হয়ে গেল। জারিনকে একটা ধন্যবাদ দিও। তোমার পোশাকের দৈর্ঘ্যের তুলনায় জারিনের কেরিয়ার বড়!” আরও একজনের বক্তব্য—“জারিনকে সবাই চেনেন ওঁর প্রতিভার জন্য।  তোমাকে প্রায় কেউ চেনেই না — যদিও বা চেনে তা স্রেফ তোমার ওই খাটো পোশাকের জন্যে।”

 

খুশি মুখার্জি ও জারিন খানের এই ঠাণ্ডা লড়াই যেন ফের বলিউডের ‘গ্ল্যামার বনাম গ্রেস’ বিতর্ককে সামনে নিয়ে এল। সাহসী পোশাক, সোশ্যাল মিডিয়া প্রভাব, এবং অভিনেত্রীদের ব্যক্তিত্ব—সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে নারীদের ‘প্রেজেন্টেশন’ বনাম ‘প্রতিভা’। আসলে, কে কাকে কটাক্ষ করলেন, কে কী পোশাক পরলেন—এসবের বাইরেও প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে বলিউডে নারীর জায়গা, অভিব্যক্তি ও আত্মপ্রকাশের পদ্ধতি নিয়ে। ক্যামেরার সামনে নাকি পর্দার আড়ালে—কার অভিব্যক্তি বেশি অর্থবহ, সেই তর্ক এখন তুঙ্গে। তবে আপাতত, এই ‘সোনালি বিতর্ক’ বলিউডকে ঠিকই রঙিন করে তুলল!