সংবাদসংস্থা মুম্বই: ফের ভাঙন বিনোদন জগতে। দীর্ঘদিনের দাম্পত্য ছেড়ে বেরিয়ে এলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ লতা সবরওয়াল এবং সঞ্জীব শেঠ। হিন্দি ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ দু’জনকেই দর্শক মহলে দারুণ পরিচিত দিয়েছিল। পাশাপাশি, বলিউড ছবিতেও অভিনয় করেছেন তাঁরা। দাম্পত্যের ১৫ বছর পর এবার আলাদা হল দু'জনের পথ।

 

 

 

শনিবার সমাজমাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন লতা। জানিয়েছেন, ১৬ বছরের দাম্পত্যজীবন কাটিয়ে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি ও সঞ্জীব। এই কঠিন সময়ে তাঁর গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করেছেন সকলকে। কিন্তু হঠাৎ কী এমন হল, যার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে হল তাঁদের? তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। 

 

 

 

 

ওই পোস্টে লতা লেখেন, ‘দীর্ঘ নীরবতা পর্ব কাটিয়ে ঘোষণা করছি, আমি ও সঞ্জীব এখন আলাদা থাকছি। আমায় সন্তানসুখ দেওয়ার জন্য ওঁর কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই ওঁকে। সকলকে অনুরোধ, দয়া করে আমার এবং আমার পরিবারের শান্তিকে সম্মান করুন, এ নিয়ে কোনও প্রশ্ন করবেন না দয়া করে।'

 

 

 

প্রসঙ্গত, লতার সঙ্গে বিয়ে হওয়ার আগেও একবার বিয়ে হয় সঞ্জীবের। ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত অভিনেত্রী রেশম টিপনিসের সঙ্গে সংসার করেন তিনি। রেশমও টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। যদিও তাঁদের বিচ্ছেদের পর লতার সঙ্গে বিয়ে হওয়ার সম্পর্কে তিক্ততা আসেনি। বরং রেশম এবং লতার মধ্যে ভাল বোঝাপড়াও ছিল। তবে ঠিক কী কারণে লতা ও সঞ্জীব বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।