সংবাদ সংস্থা মুম্বই: একসময় বলিউডে ঝলমলে উপস্থিতি থাকলেও ইদানীং বড়পর্দা থেকে খানিকটা দূরে অভিনেত্রী এষা গুপ্তা। তবু আলোচনার কেন্দ্রে তিনি ঠিকই রয়েছেন—তার অন্যতম অভিনেত্রীর খোলামেলা ছবি থেকে বিস্ফোরক সব সাক্ষাৎকার। এবার এক চমকে যাওয়ার মতো স্বীকারোক্তি দিয়ে ফের শিরোনামে ‘জন্নত ২’ ছবিখ্যাত এই নায়িকা।সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা তুলে ধরলেন ২০১৪ সালে ‘হামশকলস’ ছবির শুটিং চলাকালীন পরিচালক সাজিদ খানের সঙ্গে ঘটে যাওয়া তাঁর এক উত্তাল ঝামেলার কথা।
এষা সাফ জানালেন— “আমার সঙ্গে একটা ঝগড়া হয়েছিল। ওর (সাজিদের) সঙ্গে একেবারেই মেলেনি আমার মানসিকতা। একবার ঝগড়া এমন জায়গায় পৌঁছয় যে তারপর...তারপর থেকে সবকিছু বদলে যায়। আমি ব্যক্তিগতভাবে অপমান মেনে নিতে পারি না। আপনি যেমন ব্যবহার চান, অন্যের সঙ্গে তেমন আচরণই করা উচিত। ও আমাকে গালিগালাজ করেছিল... আমিও পাল্টা উপযুক্ত গালি দিয়েছিলাম।”
ঝামেলা এতটাই চরমে ওঠে যে এষা নাকি সোজা ছবির সেট ছেড়ে বেরিয়ে যান। "আমি আর তারপর ওই ছবির শুটিংয়ে থাকিনি। সোজা বাড়ি ফিরে গিয়েছিলাম। তখন মনে মনে ঠিক করে নিয়েছিলাম—এই ছবিটা আর করব না। তখন সাজিদ নয়, ছবির প্রযোজক প্রথমে এসে আমার কাছে ক্ষমা চেয়েছিল, পরে সাজিদও চেয়েছিল ক্ষমা" বলেন এষা।
যদিও ঝগড়ার সঠিক কারণটা খোলসা করেননি অভিনেত্রী। তবে এরপর সেই সাক্ষাৎকারে কথা ঘুরে যায় ২০১৮-র ‘মি টু’ (#MeToo) আন্দোলনের দিকে, যেখানে সাজিদ খানের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনেন। অবশ্য এই প্রসঙ্গে এষা সাফ জানান— “আমি কখনও সাজিদ সম্পর্কে মি টু-তে কিছু বলিনি। তখন অনেকে আমার নামও জুড়ে দিয়েছিল অভিযোগকারীদের তালিকায়। আমি সোজা না বলে দিই। আমি বলি—‘যার যা দোষ, সেটা নিয়েই বলুন।’” তিনি আরও স্পষ্ট করে বলেন— “আমি আজ প্রকাশ্যে বলছি—সাজিদ আমাকে গালিগালাজ করেছিল। কিন্তু যৌন হেনস্থার কিছুই আমার সঙ্গে ও করেনি। তাই আমি সেই দিক দিয়ে সাজিদ সম্পর্কে কোনও মিথ্যে অভিযোগ তুলব না।”
সোজা কথায়, নতুন করে বিতর্কিত পরিচালক সাজিদ খানকে নিয়ে আবার বিতর্কের আগুনে ঘি ঢাললেন এষা গুপ্তা! তবে এবার যৌন হেনস্থার নয়, বরং সম্মানের প্রশ্নে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। সরাসরি মুখোমুখি সংঘাতে গিয়েছিলেন পরিচালককে। আর তাতেই আবারও প্রমাণ—এই বলিউড অভিনেত্রী শুধু সুন্দরী নন, সাহসীও বটে!
