উত্তরাখণ্ডের উত্তরকাশী যেন আচমকাই মৃত্যু উপত্যকা! ধারালি ও সুখি টপ—এই দুই অঞ্চলে পরপর দুটি ক্লাউডবার্স্ট বা মেঘভাঙা বৃষ্টি মুহূর্তের মধ্যে নেমে এল এক প্রলয়। কেদার-বদ্রিনাথ যাওয়ার পথে গঙ্গোত্রী হাইওয়ের মাত্র এক কিলোমিটার দূরে, খীরগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ধারালি গ্রাম যেন হয়ে উঠল ধ্বংসস্তূপ।ঘটনাস্থলে বুলডোজারের গর্জন, হেলিকপ্টারের চিৎকার আর দূরে কান্নার শব্দ—এ এক ভয়াল দৃশ্য! ঘরবাড়ি, দোকান, হোমস্টে, হোটেল সবই মিশে গেল কাদামাটি আর পাথরের তীব্র স্রোতে।
এখনও নিখোঁজ বহু, মৃত কমপক্ষে পাঁচ! মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ করেই পাহাড় বেয়ে নেমে এল বোল্ডার, জল, কাদামাটি আর মৃত্যুর স্রোত। এখনো বহু মানুষ নিখোঁজ। উদ্ধারকাজ চলছে রাজ্য ও কেন্দ্রের যৌথ নজরদারিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে যোগাযোগ রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন—“প্রত্যেক প্রাণ বাঁচাতে সম্ভাব্য সব চেষ্টা চলছে।”
এই ঘটনায় বলিউডের চোখে জল। প্রতিক্রিয়া জানিয়েছেন সোনু সুদ, রাঘব জুয়াল,ভূমি পেডনেকরের মতো বলিপাড়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব।
নিজের এক্স হ্যান্ডেলে সোনু সুদ পোস্টে করলেন -
“উত্তরকাশীর ক্লাউডবার্স্ট আর বন্যা হৃদয়বিদারক। কেউ যে ঘর হারাল, কেউ জীবিকা, কেউ আপনজন—আমরা সবাই মিলে তাঁদের পাশে দাঁড়াতে হবে। শুধু সরকার নয়, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।”
Heartbroken by the devastating floods & cloudburst in Uttarkashi, Uttarakhand.⁰Prayers for every life affected. ????⁰It’s time the nation comes together — while the govt does its part, we as individuals must stand up for every soul who lost a home, a living, a life. ????????????
— sonu sood (@SonuSood)Tweet by @SonuSood
এক্স হ্যান্ডেলে আদিভি শেশ লিখলেন -
“উত্তরাখণ্ডের এই দৃশ্য মর্মান্তিক। প্রার্থনা করি… ”
ভূমি পেডনেকর (ইনস্টাগ্রাম স্টোরি):
“হিমাচল আর উত্তরাখণ্ডে যা হচ্ছে তা হৃদয় ভেঙে দেয়। অরণ্য কাটা, অসহনীয় নির্মাণ, প্রকৃতির ভারসাম্য নিয়ে কোনো ভাবনা নেই! প্রতি বর্ষায় এই রাজ্যগুলিকে এমন দুর্যোগের মধ্যে পড়তে হয়। প্রকৃতির সামনে আমরা কেউই কিছু না। এবার অন্তত শিখুন!”
তিনি আরও কিছু ভয়াবহ ভিডিও ও ছবিও শেয়ার করেছেন যেগুলি দেখলেই শরীর শিউরে উঠবে।

রাঘব জুয়াল, যিনি নিজেও উত্তরাখণ্ডের বাসিন্দা, ইনস্টাগ্রামে লিখলেন :
“প্রার্থনা…” একটি ভিডিও রিপোস্ট করে লেখেন—“এই নির্মাণ থামাও। অনেক দেরি হয়ে গেছে!
উর্বশী রাউটেলা, যাঁর জন্ম উত্তরাখণ্ডের হরিদ্বারে। সমাজমাধ্যমে লিখলেন -
“উত্তরাখণ্ড আমার আত্মার অংশ। আজ খীরগঙ্গার বন্যা দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি কথা দিচ্ছি, আমার কণ্ঠস্বর, আমার সোশ্যাল মিডিয়া রিচ, আমার রিসোর্স—সব কিছুকে কাজে লাগাব। আমার ভক্তদের অনুরোধ, এগিয়ে আসুন। সাহায্য করুন, রিলিফ লিঙ্ক শেয়ার করুন, প্রার্থনা করুন—এমন ছোট্ট কিছু করাও জীবন বাঁচাতে পারে। আমার ভক্তদের অনুরোধ, এগিয়ে আসুন। সাহায্য করুন, রিলিফ লিঙ্ক শেয়ার করুন, প্রার্থনা করুন—এমন ছোট্ট কিছু করাও জীবন বাঁচাতে পারে।”
প্রকৃতির এই প্রতিশোধ কি শুধুই বর্ষার খেলা?
পর্যটন, রিয়েল এস্টেট আর নির্মাণের দৌঁড়ে গিয়ে পাহাড়ের রীতিমতো শ্বাসরুদ্ধকর অবস্থা। প্রতিবারই এই এলাকাগুলোতে বর্ষাকালে ধস, বন্যা, মেঘভাঙা বৃষ্টি এখন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু শেখার নাম নেই। ভূমির মত অভিনেতারা তাই খোলা গলায় বলছেন—“প্রকৃতির সামনে আমরা কিছুই না, এবার অন্তত বুঝুন!”
এই দুঃসময়ে বলিউড তারকারা শুধু প্রার্থনা নয়, বার্তা দিচ্ছেন—সংবেদনশীল হোন, সহানুভূতিশীল হোন, সচেতন হোন।
এই প্রাকৃতিক দুর্যোগ যেন আর একবার বুঝিয়ে দিল—‘ডেভেলপমেন্ট’ যদি প্রকৃতিকে ধ্বংস করে এগোয়, তবে তা একদিন সবকিছু কেড়ে নেবে।
