সংবাদ সংস্থা মুম্বই: চরিত্রটি মহাভারতের। আর তিনি ইনি হলেন কৃষ্ণের অভিশাপে অমর। কুরু-পাণ্ডবের অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। গত বছরই পরিচালক আদিত্য ধরের বহু প্রতীক্ষিত ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ থেকে বাদ পড়েন ভিকি কৌশল। যার জেরে সরে আসেন পরিচালকনও।তাঁর জায়গায় এই ছবির নতুন মুখ হিসাবে ঘোষণা হয়েছিল শাহিদ কাপুরের নাম। ছবির নাম বদলে হয়েছিল 'অশ্বত্থামা: দ্য সাগা কন্টিনিউজ'। তবে বছর গড়াতে চললেও ছবির ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।
দক্ষিণী পরিচালক সচিন বি রবির পরিচালনা করার কথা এই ছবি। তবে পরপর বাজেটের সমস্যা এবং একের পর ছবি সংক্রান্ত নানান সমস্যায় জেরবার এই ছবি। বাসু ভাগনানি এবং অ্যামাজন প্রাইম ভিডিওর যৌথ প্রযোজনায় তৈরি হওয়ার কথা এই ছবির। তবে হিসাবনিকেষ কষে 'অশ্বত্থাম:দ্য সাগা কন্টিনিজ’-এর বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৫০০কোটি টাকায়!
ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, মাইথোলোজির সঙ্গে যেহেতু সাই-ফাই-এর ছোঁয়াও থাকছে এই ছবিতে স্বাভাবিকভাবেই ছবি তৈরির বাজেট আকাশছোঁয়া। তার উপর বহু দেশে শুটিং করার কথা ঠিক করা হয়েছে। এর উপর জুড়েছে বাসু ভাগনানির প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার খবর! সব মিলিয়ে তাই এখন এই ছবির ভবিষ্যত নড়বড়ে। তাছাড়া এত বড় বাজেটের ছবি তৈরি করা এমনিতেই সাংঘাতিক ঝুঁকির।
