সংবাদ সংস্থা মুম্বই: ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে অল্লু অর্জুনের ছবি। এই ছবিটিই সর্বপ্রথম যা বিশ্বজোড়া বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে ১০০০ কোটি টাকা ক্লাবে নাম লিখিয়েছে। পুষ্পা সুপারহিট হওয়ার পর থেকেই তার সিক্যুয়েল নিয়ে দর্শকের আগ্রহ পৌঁছে গিয়েছিল উন্মাদনায়। আর পুষ্পা হিসাবে আল্লু এতটাই জনপ্রিয় এইমুহূর্তে যে তিনি ছাড়া অন্য কোনও অভিনেতা অথবা তারকাকে এই চরিত্রে ভাবতে নারাজ দর্শক, অনুরাগীরা। তবে জানেন কি, আল্লু অর্জুনের আগে পুষ্পা সাজার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে? 

 

আজ্ঞে হ্যাঁ। প্রকাশ্যে একথা ফাঁস করেছিলেন খোদ শাহরুখ-ই। ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে একটি ফিল্মি অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করার মাঝে মঞ্চ থেকেই একথা বলে উঠেছিলেন শাহরুখ। সঙ্গে অবশ্য এও জানিয়েছিলেন কেন ফিরিয়েছিলেন পুষ্পা সাজার প্রস্তাব? ভিকি মজার ছলে জানান আমির খানের আগে লাল সিং চড্ডা ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তাতে রাজি হননি। শোনামাত্রই হাসতে হাসতে শাহরুখ বলে ওঠেন, “আমিরেরও করা উচিত হয়নি সে ছবি।” এরপর পুষ্পা ছবির প্রসঙ্গ উঠতেই ছদ্ম আর্তনাদ করে শাহরুখ বলে ওঠেন, “ওরে, এসব আর বলিস না। মনে ব্যাথা লাগে। আমি সত্যি সত্যিই পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।” শোনামাত্রই, প্রেক্ষাগৃহে বসা সমস্ত দর্শক হর্ষধ্বনি দিয়ে উঠেছিলেন। 

 

 

?ref_src=twsrc%5Etfw">September 28, 2024

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ১৭০০ কোটি টাকা যায় করেছে ‘পুষ্পা ২’ ছবিটি। তবে এই ছবি নিয়েই বর্তমানে সমস্যায় জেরবার আল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর রাতে ‘সন্ধ্যা’ থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর আট বছরের ছেলে সাই তেজকে। বর্তমানে সে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। গত ১৩ ডিসেম্বর সকালে অল্লুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে রেবন্তের পুলিশ। আল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। নিম্ন আদালতের বিচারক অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে রায়কে চ্যালেঞ্জ করে ওই দিনই তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন অল্লু। তার পর ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। অন্তর্বর্তী জামিনের মেয়াদ চার সপ্তাহ।