বলিউডের সবচেয়ে এনার্জেটিক ও ঝলমলে তারকা রণবীর সিং। আজ তিনি কোটি ভক্তের হৃদয়ের রাজা, একের পর এক বক্স-অফিস সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু জানেন কি, তাঁর জীবনের এক সময়ে সিনেমার প্রতি পাগলামির জেরেই পড়তে হয়েছিল বড় বিপাকে? শাহরুখ খান আর মালাইকা অরোরার জন্যই স্কুল থেকে সাসপেন্ড হয়েছিলেন এই তারকা!

 


রণবীর সিং ছোট থেকেই সিনেমাপাগল। স্কুলে থাকতেই গান, নাচ, নাটক—সবেতেই অংশ নিতেন তিনি। সেই সময় মণিরত্নমের দিল সে ছবির  আইকনিক গান “ছাইয়া ছাইয়া”র সঙ্গে শাহরুখ খান–মালাইকার নাচ গোটা দেশে হয়ে উঠেছিল তুমুল জনপ্রিয়। ক্লাসরুমে বসেই হেডফোন কানে গান শুনছিলেন কিশোর রণবীর। শিক্ষকরা ধরে ফেলেন, আর সোজা শাস্তি—স্কুল থেকে সাসপেনশন! গানখানি এআর রহমানের সুরে গেয়েছিলেন সুখবিন্দর সিং। এই ঘটনাই যেন প্রমাণ করে, সিনেমার প্রতি রণবীরের উন্মাদনা কতটা গভীর ছিল সেই কৈশোর থেকেই।

 

 

টিভি–পাগল রণবীরের শৈশবও ছিল মজায় ভরপুর। রণবীর এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ মার্ বড় হয়ে ওঠা নয়ের দশকে। আমার জন্ম ১৯৮৫ সালে। সিনেমা, গান, ফ্যাশন—সবকিছু আমাকে তৈরি করেছে। আমি আসলে ‘টিভি কা বাচ্চা’। যখন সবাই বাইরে খেলত, আমি বসে থাকতাম টিভির সামনে।” “জবান সাম্ভালকে”, “দেখ ভাই দেখ”–এর মতো ধারাবাহিক ছিল তাঁর প্রিয়।

 

আরও পড়ুন: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর সেটে গুরুতর অশান্তি? রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে ঝামেলার জেরে বাদ পড়ছে ‘ডেডপুল’?

বলিউডে অভিষেক থেকেই স্টারডম ছিল সঙ্গী রণবীরের।  ২০১০ সালে ব্যান্ড বাজা বারাত দিয়ে বলিউডে ডেবিউ করেন রণবীর। অনুষ্কা শর্মার বিপরীতে অভিনয় করা এই ছবিই তাঁকে এনে দেয় প্রথম বড় সাফল্য। তারপর আর পিছনে তাকাতে হয়নি। গলিয়োঁ কি রাসলীলা: রামলীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবত, রকি অউর রানি কি প্রেমকাহানি—প্রতিটি ছবিতেই নতুন অবতারে চমক দেখিয়েছেন তিনি।

 

আগামী ছবিতে একসঙ্গে দত্ত-মাধবন-অর্জুন-অক্ষয়। কাজের দিক থেকে বর্তমানে তিনি ব্যস্ত ‘ধুরন্ধর’ ছবির শুটিং নিয়ে। আদিত্য ধর পরিচালিত এই বিগ বাজেট ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ৫ ডিসেম্বর। ছবিতে রণবীরের পাশাপাশি থাকছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল এবং অক্ষয় খন্নার মতো তারকারা।

 

 

প্রসঙ্গত, লেহ-র দুর্গম পাহাড়ি আবহাওয়ার মধ্যেই রণবীর সিং অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’-এর শুটিং চলছে। কিন্তু ঠিক শুটিং সেট থেকেই ছড়িয়ে পড়েছে এক স্বাস্থ্য আতঙ্ক। ১৭ আগস্ট হঠাৎই ছবির একশোরও বেশি কলাকুশলী ও ক্রু-সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। গুরুতর পেটের ব্যথা, বমি, মাথা ঘোরা—সব মিলিয়ে সবাইকে দ্রুত ভর্তি করা হয় সঞ্জল নার্বু মেমোরিয়াল (SNM) হাসপাতালে। প্রথমে গুজব ছড়ায় খাবারের গুণমান খারাপ হওয়ার কারণে এই বিপত্তি ঘটেছে। সেই সময়ে জানা যায়, খাদ্যে বিষক্রিয়ার জেরেই ওই কলাকুশলীরা অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি বাজেট কাটছাঁটের জল্পনাও উঠে আসে। অতঃপর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে খাদ্য কেলেঙ্কারির খবর চাউর হয়ে যায় বলিপাড়ায়। কারও দাবি, বাজেট কমানোর জন্যই নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছিল! 

 

তবে ছবির প্রযোজক দলের ঘনিষ্ঠ এক সূত্র বলছে, আসল কারণ অন্য। তাঁদের দাবি, লেহ জুড়েই নাকি চিকেন দূষণজনিত সমস্যা ছড়িয়ে পড়েছে। ফলে এর শিকার হয়েছে ‘ধুরন্ধর’-এর ইউনিটও। সূত্রের কথায়— “এটি দেশের অন্যতম বৃহৎ বাজেটের ছবি। এখানে খরচ বাঁচানোর প্রশ্নই ওঠে না। লেহর মতো জায়গায় শুটিং করা ভীষণ কঠিন। ৩০০-রও বেশি মানুষ নিয়ে ইউনিট চলছে। স্থানীয় প্রশাসনও নিশ্চিত করেছে, এলাকায় মুরগির মাংসে দূষণজনিত সমস্যা হয়েছে। তাই অযথা এসব হাস্যকর গুজব রটানো বন্ধ হোক।” যদিও এটা বার্ড ফ্লুয়ের সমস্যা কি না, সেটা নিশ্চিত করেনি ওই  সূত্র। 

 

প্রযোজকপক্ষ আরও জানাচ্ছে, তাঁদের সেটে স্বাস্থ্য, নিরাপত্তা আর পরিচ্ছন্নতা সবসময়েই প্রথম অগ্রাধিকার। ঘটনার পর থেকেই খাবার সরবরাহকারীদের উপর আরও কঠোর নজরদারি শুরু হয়েছে। নেওয়া হয়েছে অতিরিক্ত সাবধানতাও। ইতিমধ্যেই শুটিং আবার গতি পেয়েছে।

‘ধুরন্ধর’–এর শেষ লেহ-সূচি চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। তারপর পুরো ইউনিট ফিরবে মুম্বই। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন আদিত্য ধর। প্রযোজনা করছে জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস। প্রযোজকের আসনে রয়েছেন জ্যোতি দেশপাণ্ডে, আদিত্য ধর ও লোকেশ ধর।

 

এই বিগ বাজেট স্পাই-অ্যাকশন ছবিতে রণবীর সিং ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং সারা অর্জুন। আগামী ৫ ডিসেম্বর ২০২৫-এ মুক্তি পেতে চলেছে ছবিটি।অন্যদিকে, ‘ধুরন্ধর’ শেষ করেই রণবীর ব্যস্ত হয়ে পড়বেন ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’-এর শুটিংয়ে, যা অক্টোবর ২০২৫-এ শুরু হবে। এরপর ২০২৬-এর জুলাইয়ে তাঁকে দেখা যাবে জয় মেহতা পরিচালিত জোম্বি অ্যাকশন থ্রিলার-এ।