মার্ভেল ভক্তরা যখন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ঘোষণায় উচ্ছ্বসিত, ঠিক তখনই সেট থেকে শোনা গেল বিস্ফোরক খবর। গুঞ্জন উঠেছে—দুই সুপারস্টার অভিনেতার মধ্যে ঘটে গেছে তীব্র সংঘর্ষ! আর নিরীহ রসিকতা থেকেই নাকি হয়েছিল এর সূত্রপাত। 

 

জন রোচা, যিনি এর আগে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিতে হাল্ক আর দ্য পানিশারের উপস্থিতির খবর ফাঁস করেছিলেন, এবার দাবি করেছেন— ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর সেটে এক অভিনেতা নাকি অন্যকে উদ্দেশ্য করে মজার ছলে এমন এক মন্তব্য করেন যা মাত্রা ছাড়িয়ে যায় —“একজন অভিনেতা অন্যজনকে মজা করে কিছু বলেছিলেন। কিন্তু তারা একে অপরকে খুব ভালো চিনতেন না, তাই কথাটা সীমা ছাড়িয়ে যায়। যাকে বলা হয়েছিল, তিনি বেজায় ক্ষেপে যান আর সরাসরি মুখোমুখি হয়ে পড়েন। এরপরই শুরু হয় বড়সড় ঝগড়া।”

 

দু’জনের মধ্যে তেমন পরিচয় না থাকায় সেই মন্তব্যকে ‘অতিরিক্ত ব্যক্তিগত’ বলে ধরে নেন অপর অভিনেতা। মুহূর্তের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাগ্‌যুদ্ধ। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মার্ভেল স্টুডিও নাকি এতটাই চিন্তিত হয়ে পড়ে যে তাদের  বিবেচনা করতে হয়েছে—তাঁদের দৃশ্য আলাদা আলাদাভাবে শ্যুট করা যায় কি না!

সেই দুই তারকা কি রবার্ট ডাউনি জুনিয়র বনাম রায়ান রেনল্ডস?

 

যদিও কারও নাম সরাসরি প্রকাশ্যে আসেনি, তবু মার্ভেল ভক্তরা সরগরম—এই দুই অভিনেতা আর কেউ নন, রবার্ট ডাউনি জুনিয়র (আয়রন ম্যান/ ডাঃ ডুম) এবং রায়ান রেনল্ডস (ডেডপুল)!

একজন ভক্ত লিখেছেন, “অলিতে গলিতে এখন একটাই গুঞ্জন—রায়ান আর আরডিজে ডুমসডে-র সেটে ঝামেলা পাকিয়েছে ।” অন্য কেউ আবার বলেছে, “যখন দুজনেই এত প্যাশনেট, তখন সংঘর্ষ হবেই। এরকম এনার্জি থেকেই সেরা দৃশ্য বের হয়।”

 

ডক্টর ডুমের স্যুট নিয়েও চলছে নাকি বেজায় অশান্তি। পডকাস্টার জেফ স্নাইডারের দাবি, রবার্ট ডাউনি জুনিয়র নাকি ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ প্রযোজকরা তাঁর ডক্টর ডুম স্যুটে ডাবল ব্যবহার করেছিলেন। তিন সপ্তাহ ধরে শুট হওয়ার পর আরডিজে ঘোষণা করেন—“এভাবে চলবে না, সবকিছু আবার আমাকেই করতে হবে।”

আরও খবর: ববি ডার্লিংয়ের অভিশাপেই কপিলের ক্যাফেতে পরপর গুলিবর্ষণ? কৌতুকভিনেতার গোপন কেচ্ছা নিয়ে তোপ অভিনেত্রীর!

এই পুনঃশুট নিয়ে প্রযোজনা টিম ও অভিনেতাদের মধ্যে নাকি বাড়তি টানাপোড়েন তৈরি হয়েছে। স্নাইডারের ভাষায়, “ডুমসডে-এর সেটের ঝামেলা নাকি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির সেটের থেকেও বেশি।”সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র সেট এখন কার্যত বারুদের স্তূপ। মার্ভেল ভক্তরা যেমন এই ছবির জন্য অস্থির হয়ে অপেক্ষা করছেন, তেমনই শুটিংয়ের অন্দরমহলের এই দ্বন্দ্ব তাঁদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

 

ছবিটি পরিচালনা করছেন রুসো ব্রাদার্স। ফিরছেন ক্রিস হেমসওয়ার্থ (থর), বেনেডিক্ট কাম্বারব্যাচ (ডক্টর স্ট্রেঞ্জ), অ্যান্থনি ম্যাকি (ক্যাপ্টেন আমেরিকা), টম হিডলস্টন (লোকি), পল রাড (অ্যান্টম্যান), ফ্লোরেন্স পিউ প্রমুখ তারকারা। আর সব থেকে বড় চমক—রবার্ট ডাউনি জুনিয়র এবার খলনায়ক ডক্টর ডুমের ভূমিকায়!