সংবাদ সংস্থা মুম্বই: আহমেদাবাদ থেকে লন্ডনগামী এআই১৭১ বিমান দুর্ঘটনার ধাক্কার রেশ জনমানসে এখনও কাটেনি। ১২ জুনের সেই মর্মান্তিক ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছেন ২৪১ জন যাত্রী ও কর্মী। এই শোকস্তব্ধ মুহূর্তে একদিকে যেমন প্রশ্ন উঠেছে এয়ার ইন্ডিয়া-র নিরাপত্তা ও পরিচালনায়, তেমনই আবার কেউ কেউ সাহস, শ্রদ্ধা ও আত্মবিশ্বাসের বার্তা দিয়েছেন—নির্মম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে।

 

এমন আবহেই নজর কেড়েছেন বর্ষীয়ান অভিনেতা কনওয়ালজিৎ সিং। নিজেই ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করে জানান—“ এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে কলম্বো যাচ্ছি। উইল বানিয়ে ফেলেছি!” যদিও উক্তিটি মজার, তবে এই হাস্যরসের মোড়কে একটা গভীর ব্যঙ্গ লুকিয়ে রাখলেন তিনি। নেটিজেনরা কমেন্টে হেসে গড়াগড়ি খেলেও, উপেক্ষা করা গেল না অভিনেতার কথার ভিতরে থাকা লুকিয়ে থাকা তীক্ষ্ণ খোঁচা।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kanwaljit Singh (@kanwaljit19)