সংবাদ সংস্থা মুম্বই: অভিনেতা হিসাবে বলিপাড়ায় সদ্য পথ চলা শুরু করেছেন আমির খানের জ্যেষ্ঠপুত্র জুনেইদ খান। গত  বছর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জুনেইদের প্রথম ছবি ‘মহারাজ’। ছবিতে জয়দীপ আহলাওয়াতের মতো অভিনেতার পাশে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন আমির-পুত্র। এবার খুশি কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় জুনেইদ আসছেন ‘লভইয়াপ্পা’ ছবিতে। তবে প্রচার থেকে দূরেই থাকতে পছন্দ করেন আমির-পুত্র। তথাকথিত ‘তারকা-সন্তান সুলভ’ আচরণও তাঁর নেই। এবং জুনেইদের এই গুণেই মুগ্ধ সাধারণ মানুষ। এবারে যেমন নিজের অটো চড়ার একটি মজাদার কিসসা ভাগ করে নিলেন তিনি। 

 

জুনেইদ যে মুম্বইয়ে অটো করে যাতায়াত করতেই বেশি স্বচ্ছন্দ সেকথা আগেও একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি। আমির-পুত্রের কথায়, “মুম্বইয়ে যা ট্র্যাফিক, তাতে গাড়ির থেকে অটো চড়াই শ্রেয়। অনেক সময় বাঁচে। আর তাছাড়া আমি এমন কোনও বড় তারকা নয় যে সবাই আমার মুখ চেনেন। একবার হয়েছে কী, নাটকের মহড়ায় যাওয়ার জন্য অটোয় চেপেছি। হঠাৎ দেখি, যশরাজ ষ্টুডিও থেকে গাড়ি চেপে বাবা ফিরছে। আর দাঁড়াবি তো দাঁড়া আমার অটোর পাশেই দাঁড়াল বাবার গাড়ি। স্বভাবতই আমাকে দেখে জানলার কাচ নামিয়ে হাল-হকিকত জিজ্ঞেস করল বাবা। আমিও কথা বললাম টুকটাক। এদিকে সবটা তখন বিস্ফোরিত চোখে গিলছেন ওই অটোচালক। বাবা চলে যাওয়ার পর প্রায় চিৎকার করে জিজ্ঞেস করে উঠলেন –‘আপনি ওঁকে চেনেন কীভাবে?’ কোনওরকমে আমতা আমতা আমতা করে জুনেইদ জবাব দিয়েছিলেন আমির খান তাঁর বাড়ি একই অঞ্চলে। তাছাড়া ওঁর মা এবং তাঁর ঠাকুমা দু’জনেই বেনারসের মানুষ। সেই সূত্রে আমির খানকে চেনেন তিনি।” অন্যদিকে, জাহ্নবী-কন্যা জানিয়েছেন, তাঁকে কোনওদিন অটো-সফরের অনুমতি দেয়নি তাঁর পরিবার। 

 

‘লভইয়াপ্পা’ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। এর আগে তাঁর পরিচালিত ছবি ‘লাল সিং চড্ডা’য় মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। জানা গিয়েছে, নয়া প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উৎরাই হতে চলেছে তাঁর আসন্ন রোম্যান্টিক কমেডি ছবির মূল প্রেক্ষাপট। তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়।