সংবাদ সংস্থা মুম্বই: ইমতিয়াজ আলির পরিচালনায় আবারও রোম্যান্সের ছোঁয়া। খবর, তাঁর নতুন ছবির গল্পের প্রেক্ষাপট নাকি মুম্বই। সেই ছবিতে অন্যতম দুই গুরুত্বপূর্ণ ভূমিকায় নাকি দেখা যাবে অবিনাশ তিওয়ারি এবং অদিতি রাও হায়দারিকে। ছবিতে দেখা যাবে অর্জুন রামপাল এবং এহসাস চন্নাকেও। সূত্রের খবর, চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এই ছবির শুটিং। উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি 'লয়লা মজনু'তে 'মজনু'র ভূমিকায় দেখা গিয়েছিল অবিনাশ তিওয়ারিকে। সে ছবির নিবেদক ছিলেন ইমতিয়াজ। শোনা যাচ্ছে, ছবিতে বিবাহ বহিৰ্ভূত প্রেমের সম্পর্কের বিভিন্ন দিক নাকি উঠে আসবে। ওটিটিতে অবিনাশের শেষ প্রজেক্ট ছিল 'মেহতা বয়েজ', অন্যদিকে সঞ্জয় লীলা বনশালির 'হীরামন্ডি'তে নজর কেড়েছিলেন অদিতি রাও হায়দরি।
অন্য আরও একটি ছবি রয়েছে ইমতিয়াজের পাইপলাইনে। সেই ছবিতে তাঁর পরিচালনায় ভরপুর রোম্যান্সের মেজাজে নজর কাড়বেন বলিপাড়ার অতি পরিচিত মুখের সঙ্গে নয়া মুখ। বলিপাড়ার অন্দরের খবর, এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, বেদাঙ্গ রায়না। অনন্যা পাণ্ডের সঙ্গে কথা প্রায় পাকা হয়েও শেষমুহূর্তে তা বাতিল হয়ে যায়। এবার জানা গেল, ইমতিয়াজের ছবিতে পা রাখছেন নয়া প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শর্বরী ওয়াঘ। এইমুহূর্তে জোরকদমে চলেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তাই এই মুহূর্তে ছবি সংক্রান্ত বিষয়ে মুখ খুলতে নারাজ নির্মাতা।
