নাচের মঞ্চ থেকে সঞ্চালনায় জনপ্রিয়তা অর্জন করেছেন রাঘব জুয়াল। এরপর বলিউডের ছবিতেও একের পর এক চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন। রাঘব জুয়াল সম্প্রতি তাঁর কেরিয়ারের শুরুর দিকের সংগ্রামের দিনগুলির কথা প্রকাশ করেছেন, যখন খ্যাতি বা সাফল্য কোনওটাই তাঁর কাছে ছিল না।
তাঁর এই অকপট স্বীকারোক্তি সবাইকে বিস্মিত করেছে এবং তাঁর সাধারণ জীবনযাত্রার একটি মজার অথচ চ্যালেঞ্জিং দিক তুলে ধরেছে। বর্তমানে তিনি বলিউডে নিজের জায়গা করে নিচ্ছেন, বিশেষ করে আরিয়ান খানের পরিচালনায় তৈরি 'ব্যাডস অফ বলিউড'-এ অভিনয়ের পরে, যেখানে তিনি তাঁর নিজস্ব চার্ম ও হাস্যরস দিয়ে দর্শকদের মন জয় করেছেন। কিন্তু এই সাফল্যের নেপথ্যে রয়েছে বহু কঠিন দিনের গল্প।

রাঘব তাঁর কঠিন সময়ের কথা বলতে গিয়ে জানান, মুম্বইতে যখন তিনি সবেমাত্র তাঁর কেরিয়ার শুরু করছেন, তখন পরিস্থিতিটা কেমন ছিল। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "যখন আমি একজন নৃত্যশিল্পী ছিলাম, তখন দশজন ছেলে মিলে আমরা একটামাত্র ছোট ঘরে থাকতাম।" স্বল্প পরিসরের সেই ঘরটি ছিল তাঁদের সবার একমাত্র আশ্রয়।
অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং সীমিত জায়গার কারণে তাঁদের জীবনে জন্ম নিয়েছিল অদ্ভুত কিছু অভ্যাস। রাঘব সেই সময়ের একটি মজার ঘটনার কথা বলতে গিয়ে হাসিমুখে বলেন, "আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল। সেটা কাজ করত না, তাই আমরা সেটাকে আলমারি হিসেবে ব্যবহার করতাম।"
কিন্তু কী রাখা হতো সেই নষ্ট ফ্রিজের ভেতরে? অভিনেতা বলেন, "আমরা ফ্রিজের মধ্যে আমাদের অন্তর্বাস এবং গেঞ্জি রাখতাম।" তিনি আরও বলেন, "যদি ভুল করে কেউ আমাদের বাড়িতে এসে সেই ফ্রিজটি খুলত, তাহলে ভিতরের জিনিস দেখে তারা নিশ্চিত অবাক হয়ে যেত!"
কঠিন সময় কাটানোর পরেও, রাঘবের স্মৃতিতে সেই দিনগুলো দুঃখের নয়, বরং আনন্দের। তিনি জোর দিয়ে বলেন যে তিনি কখনও হতাশ হননি বা নিজেকে নিয়ে করুণা করেননি। রাঘব বলেন, "যখন আমি মুম্বইয়ে এসেছিলাম, আমার কাছে প্রায় কিছুই ছিল না। কিন্তু সেই সময়টাও আমি পুরোপুরি উপভোগ করতাম। আমি কখনও ভাবিনি, 'আহা রে! আমার কাছে কিছু নেই।' আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি।"
আরও পড়ুন: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি! হুমকি থালাপতি বিজয়কে, আতঙ্কে তারকার পরিবার
অতীতের স্মৃতিচারণ করে রাঘব বলেন, "সেই সময় বড়াপাও খেয়ে আমার দারুণ সময় কাটত।" উত্তরাখণ্ডের দেরাদুন থেকে আসা রাঘব জুয়াল প্রথমে তাঁর অনন্য ডান্স স্টাইলের জন্য পরিচিতি পান। একটি ভাইরাল ডান্স ভিডিওর মাধ্যমে তিনি সকলের নজরে আসেন এবং এরপর ডান্স রিয়্যালিটি শো 'ডান্স ইন্ডিয়া ডান্স'-এ সুযোগ পান। সেখানে তিনি তাঁর 'স্লো মোশন ডান্সিং'-এর জন্য 'কিং অফ স্লো মোশন' খেতাব অর্জন করে দেশজুড়ে পরিচিতি পান।
বর্তমানে তিনি অভিনয় জগতেও নিজের ছাপ রাখছেন। আরিয়ান খানের প্রথম পরিচালনায় তৈরি প্রজেক্ট ছাড়াও, রাঘবকে সম্প্রতি অ্যাকশন-প্যাকড ছবি 'কিল'-এ দেখা গেছে। তাঁর এই কঠোর পরিশ্রম এবং মাটির কাছাকাছি থাকার মানসিকতা তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
