লুকিয়ে লুকিয়ে এক ভক্তের অনধিকার ভিডিও তোলা দেখে মেজাজ হারালেন অক্ষয় কুমার। দিলেন আচ্ছা করে কড়া ধমক। লন্ডনে ছুটি কাটাচ্ছেন অক্ষয়। সেই শহরেরই এক ব্যস্ত রাস্তায় আপনমনে হাঁটছিলেন বলিউডের খিলাড়ি। কিন্তু এক ব্যক্তি তাঁকে দেখামাত্রই অনুমতি ছাড়াই ক্যামেরা চালু করে দেন। খানিকক্ষণ পরেই টের পেয়ে যান বলি তারকা। তারপরেই ঘটে অপ্রীতিকর মুহূর্ত!

 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভিডিওটি। তাতে দেখা যায়, ধূসর রঙের প্রিন্টেড ট্যাঙ্ক টপ, শর্টস ও বিনি ক্যাপে স্বচ্ছন্দভাবে হেঁটে যাচ্ছেন অক্ষয়। গালভর্তি কাঁচাপাকা দাড়ি।  ঠিক সেই সময়ই এক ভক্ত খুব কাছ থেকে ক্যামেরা চালিয়ে ভিডিও করতে শুরু করেন। এতে অভিনেতা বিরক্ত হয়ে ভক্তের দিকে ঘুরে দাঁড়ান, এবং ক্যামেরা থামানোর জন্য দৃশ্যত চড়াও হন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ????????????????????????????✨ (@iamharryy24)