লুকিয়ে লুকিয়ে এক ভক্তের অনধিকার ভিডিও তোলা দেখে মেজাজ হারালেন অক্ষয় কুমার। দিলেন আচ্ছা করে কড়া ধমক। লন্ডনে ছুটি কাটাচ্ছেন অক্ষয়। সেই শহরেরই এক ব্যস্ত রাস্তায় আপনমনে হাঁটছিলেন বলিউডের খিলাড়ি। কিন্তু এক ব্যক্তি তাঁকে দেখামাত্রই অনুমতি ছাড়াই ক্যামেরা চালু করে দেন। খানিকক্ষণ পরেই টের পেয়ে যান বলি তারকা। তারপরেই ঘটে অপ্রীতিকর মুহূর্ত!
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভিডিওটি। তাতে দেখা যায়, ধূসর রঙের প্রিন্টেড ট্যাঙ্ক টপ, শর্টস ও বিনি ক্যাপে স্বচ্ছন্দভাবে হেঁটে যাচ্ছেন অক্ষয়। গালভর্তি কাঁচাপাকা দাড়ি। ঠিক সেই সময়ই এক ভক্ত খুব কাছ থেকে ক্যামেরা চালিয়ে ভিডিও করতে শুরু করেন। এতে অভিনেতা বিরক্ত হয়ে ভক্তের দিকে ঘুরে দাঁড়ান, এবং ক্যামেরা থামানোর জন্য দৃশ্যত চড়াও হন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ????????????????????????????✨ (@iamharryy24)
বলি অভিনেতার অভিব্যক্তি ছিল স্পষ্টতই উত্তেজনাপূর্ণ, এমনকি ওই ব্যক্তির হাত থেকে তাঁর মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করতে দেখা যায় অক্ষয়কে। যদিও পরিস্থিতি দ্রুতই ঠান্ডা হয়ে যায়। পরে তাঁর সেই ভক্তের সঙ্গেই সেলফি তোলেন অক্ষয়। যা ঘটনার সৌহার্দ্যপূর্ণ পরিণতি বলেই ধরে নিচ্ছে সমাজমাধ্যময। যদিও এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তর্ক-বিতর্ক।
একজন নেটিজেন লিখেছেন, "লোকজনের কবে শিষ্টাচার আসবে? অনুমতি না নিয়ে কাউকে ভিডিও করা সত্যিই লজ্জাজনক।" আরএকজন বলেন, "তারকাদেরও ব্যক্তিগত জীবন আছে। সব সময় কেন ক্যামেরা তাঁদের মুখের উপর ফেলতে হবে?" অনেকেই মনে করিয়েছেন, "সব মুহূর্ত কনটেন্ট বানাতে হয় না। স্পেস রেসপেক্ট করো।"
কাজের দিক থেকেও যারপরনাই ব্যস্ত অক্ষয় কুমার। অক্ষয় কুমারের পরবর্তী ছবিগুলির তালিকা বেশ দীর্ঘ। সামনে রয়েছে ‘ভূত বাংলা’ যার মাধ্যমে ফের হরর-কমেডি ঘরনার ছবিতে ফিরছেন তিনি।এরপর রয়েছে বহুল প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’, যে ছবি নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা।পাশাপাশি, তৈরি হচ্ছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘জোলি এলএলবি ৩’, ‘হেওয়ান’, এবং মারাঠি ঐতিহাসিক মহাকাব্য ‘বেদাত মারাঠি বীর দৌড়লে সাট ’—সব মিলিয়ে একাধিক প্রজেক্টে ব্যস্ত সময় কাটাচ্ছেন খিলাড়ি।
আসলে, দিনের শেষে তারকারাও মানুষ। এবং তাঁদেরও নিজের মতো করে নিজের মতো করে, একান্তে নিজের জন্য সময় কাটানোর অধিকার আছে। অক্ষয়ের সাম্প্রতিক ঘটনাই যেন আরেকবার চোখে আঙুল দিয়ে সেই কথাটাই মনে করিয়ে দিল।
অবশ্য সম্প্রতি আরও একবার প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা গিয়েছে অক্ষয়কে। হাউজফুল ৫ ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে হঠাৎই মেজাজ হারালেন অক্ষয় কুমার। যদিও মজার ছলেই চাপা দিলেন নিজের 'জুবান'। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অক্ষয়কে মুম্বই সংবাদমাধ্যমের তরফে প্রশ্নে করা হয়, তিনি 'হাউজফুল ৫'-এর জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন? এর জবাবে খানিকটা মজার ছলেই অক্ষয় বলেন, "আমি কত টাকা নিয়েছি, সেটা তোমায় কেন বলব? তুমি আমার ভাগ্নে নাকি? আমি যথেষ্ট পারিশ্রমিক নিয়েছি। ছবিটিও ভাল বাজেটেই তৈরি হয়েছে। আজ খুব আনন্দের দিন, তুমি আমার বাড়িতে রেইড করতে চাও নাকি?" অক্ষয়ের এই রসিকতার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
২০২৫ সালের ৬ জুন মুক্তি পেয়েছে ‘হাউজফুল ৫’, যেটি এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় অনসেম্বল কমেডি সিনেমা— যেখানে রয়েছে মোট ১৯ জন অভিনেতা! পুরো ছবি জুড়ে থাকবে রহস্য এবং বিস্তর গোলমাল কিন্তু শেষটা হয়েছে দর্শকের ভাবনার সম্পূর্ণ বিপরীত। এই প্রথম কোনও ছবিতে রয়েছে দু'দুটি আলাদা ক্লাইম্যাক্স!