সংবাদ সংস্থা মুম্বই: তাঁর ৩৭ বছরের কেরিয়ারে প্রথমবার তেলুগু ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন অক্ষয় কুমার। ছবির নাম ‘কান্নাপ্পা’। গত বছরেই ‘কান্নাপ্পা’তে অক্ষয়ের অভিনয়ের কথা জানিয়েছিলেন ছবির নির্মাতারা। সোমবার সামনে এল অক্ষয়ের ‘কান্নাপ্পা’ লুক। সোমবার সকালে শিবের অবতারে সামনে এলেন অক্ষয় কুমার। ইন্সটাগ্রামে নিজের এই লুকের ছবি পোস্ট করেছেন তিনি। উল্লেখ্য, এর আগে ‘ওএমজি: ওহ মাই গড’ ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে এবং ‘ওএমজি ২’-তে মহাদেবের বিশ্বস্ত সঙ্গীর ভূমিকায় দেখা গিয়েছে অক্ষয় কুমারকে।
ছবিতে দেখা যাচ্ছে এক হাতে ডমরু, অন্য হাতে ত্রিশূল তুলে উদ্যত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন 'নীলকণ্ঠ রূপী অক্ষয়। এক পা পাথরের উপর রাখা, অন্যটি ভাঁজ করে আলতো তুলে রাখা। ধুতির উপর জড়ানো বাঘছাল, কানে কুণ্ডল, গলায় ও কোমরবন্ধে জড়ানো রুদ্রাক্ষ- সব মিলিয়ে অভিনেতার ‘মহাদেব’ রূপ সম্ভ্রম জাগায়। ছবির সঙ্গে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘কান্নাপ্পা’-র জন্য মহাদেবের পবিত্র আভায় পা রাখা। এই মহাকাব্যিক কাহিনিকে জীবন্ত করে তুলতে পেরে যারপরনাই সম্মানিত। প্রার্থনা করি, ভগবান শিব আমাদের এই ঐশ্বরিক যাত্রায় যেন পথ দেখান। ওম নমঃ শিবায়!"
