বলিউডের অন্যতম ব্যস্ততম তারকা অজয় দেবগণ। অভিনেতার হাতে থাকা ছবির লম্বা তালিকা প্রমাণ করছে, আগামী দু’বছর এক মুহূর্তও ফাঁকা নেই তাঁর কাজের ক্যালেন্ডারে। বর্তমানে পরিচালক জগন শক্তির সঙ্গে ‘রেঞ্জার’ ছবির শুটিং করছেন অজয়। এরপরেই শুরু হবে দুই কাল্ট ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়— ‘দৃশ্যম ৩’ আর ‘গোলমাল ফাইভ’। দু’টি ছবিই এখন চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া স্তরে রয়েছে। ঠিক হয়েছে, অক্টোবর থেকে শুরু হবে দৃশ্যম ৩–এর শুটিং আর নতুন বছরে জানুয়ারি থেকে ফ্লোরে যাবে গোলমাল ফাইভ।
এরই মধ্যে জোর খবর—অজয় নাকি নতুন এক হরর-কমেডি ছবির জন্য জনপ্রিয় কন্নড় ছবি ‘সু ফ্রম সো’-এর পরিচালক জে.পি. তুমিনাডুর সঙ্গে গোপন বৈঠকে বসেছেন। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র জনিয়েছে , অজয় সবসময়ই নতুন নতুন গল্প শুনতে আগ্রহী। তুমিনাডুর শোনা কনসেপ্ট ওঁকে ভীষণ টেনেছে। তবে অজয় শর্ত রেখেছেন, পূর্ণাঙ্গ চিত্রনাট্য নিয়েই আবার আসতে হবে। আগামী এক মাসের মধ্যে ফের তাঁদের মধ্যে বৈঠক হওয়ার কথা। মজার ব্যাপার, অজয় এখনও পর্যন্ত ঠিকঠাক কোনও হরর-কমেডিতে সেভাবে দেখা দেননি। এই ছবির চিত্রনাট্য একেবারে তাঁর খোঁজ করা অন্য ঘরানার ছবির মধ্যেই পড়ছে।
এই ছবির প্রযোজক কেভিএন প্রোডাকশনস। জানা গিয়েছে, ২০২৬–এর প্রথমার্ধেই ক্যামেরার সামনে যেতে চাইছেন নির্মাতারা। সূত্রের আরও সংযোজন— কেভিএন প্রোডাকশনস এবার বলিউডে বড়সড় পা ফেলতে চলেছে। তাঁরা ইতিমধ্যেই দুটি হিন্দি প্রজেক্ট লাইন-আপ করেছেন। একদিকে অক্ষয় কুমার ও সইফ আলি খানের ‘হেওয়ান’, আরেকদিকে অজয়ের এই হরর-কমেডি। এই দু’টি ছবির মাধ্যমেই ব্যানারটি পুরোপুরি বলিউডে জমি পাকাপোক্ত করতে চাইছে।
উল্লেখ্য, কেভিএন সংস্থার ঝুলিতেই রয়েছে যশ অভিনীত ‘টক্সিক’, যা ২০২৬ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। খবর, ছবির প্রথমার্ধের এডিটিং ইতিমধ্যেই লক হয়ে গিয়েছে, এখন চলছে দ্বিতীয়ার্ধের ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং।
সব মিলিয়ে অজয়ের হাতে একগুচ্ছ বড়সড় প্রজেক্ট। অ্যাকশন থেকে থ্রিলার, আর এবার হরর-কমেডি—প্রতিটি ঘরানায় বাজিমাত করতেই যেন প্রস্তুত ‘সিংহম’।
অন্যদিকে, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির অনুরাগীদের জন্য বড় খবর! মালয়ালম ছবির পরিচালক জিতু জোসেফ জানিয়ে দিলেন, ‘দৃশ্যম ৩’-এর আসল, অর্থাৎ মালয়ালম ভার্সনই হবে প্রথম — কোনও অবস্থাতেই হিন্দি ভার্সন আগে শুটিং শুরু করতে পারবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃভূমিকে দেওয়া সাক্ষাৎকারে জিতু জানিয়েছেন, প্রয়োজনে আইনি পদক্ষেপ করতেও তিনি প্রস্তুত ছিলেন।
পরিচালকের কথায়, “মালয়ালম আর হিন্দি ভার্সন একসঙ্গে শুরু করার কিছু চাপ এসেছিল, কিন্তু আমরা এখনও সে সিদ্ধান্তে আসিনি। প্রথমে হিন্দি ভার্সন আগে শুরু করার কিছু ইঙ্গিত ছিল। কিন্তু আমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলাম, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে — তারপরই তারা পিছু হটে।”
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’ শিগগিরই শুরু হতে চলেছে বলে গুঞ্জন উঠেছিল। সেই জল্পনাতেই কার্যত জল ঢেলে দিলেন জিতু। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি এখনও ‘দৃশ্যম ৩’-এর স্ক্রিপ্ট লিখছেন। তিনি বলেন, “গতকাল রাতেই আমি দৃশ্যম ৩-এর ক্লাইম্যাক্স লিখে শেষ করলাম। বহুদিন ধরে প্রবল মানসিক চাপের মধ্যে ছিলাম।”
পরিচালক আরও জানিয়েছেন, ‘দৃশ্যম ৩’-এর মালয়ালম ভার্সন চলতি বছরের অক্টোবর মাসে ফ্লোরে যাবে। এরপরেই শুরু হবে হিন্দি ভার্সনের কাজ। ফলে কোনও অবস্থাতেই অজয় দেবগনের ছবি আগে রিলিজ করার প্রশ্ন নেই।উল্লেখ্য, ২০১৩ সালে মোহনলালকে নিয়ে শুরু হয়েছিল ‘দৃশ্যম’ সিরিজ। জর্জকুট্টি ও তাঁর পরিবারের অপরাধ ঢাকতে বুদ্ধিদীপ্ত কৌশল হয়ে উঠেছিল ক্রাইম থ্রিলার ঘরানার নতুন উদাহরণ। ছবিটি পরে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, শ্রীলঙ্কান ও চিনা ভাষাতেও তৈরি হয়। বর্তমানে ইন্দোনেশীয় এবং কোরিয়ান রিমেক তৈরির পরিকল্পনাও চলছে।
‘দৃশ্যম ৩’-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। তবে এখন পরিচালক নিজেই নিশ্চিত করে দিলেন — এই গল্পের শেষ অধ্যায় শুরু হবে মোহনলালকেই দিয়ে।
