বলিউডের নবাগত অভিনেতা অহন পাণ্ডে তাঁর প্রথম ছবি 'সাইয়ারা'-তেই দর্শকদের নজর কেড়েছেন। ছবিটি জুলাই মাসে মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তোলে এবং ৫০০ কোটিরও বেশি ব্যবসা করে। এই ছবির কাহিনি, অভিনয় আর গান সবই দর্শকের মনে দাগ কেটেছে। তবে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সেটি হল আহানের এক বিশেষ দৃশ্য, যেখানে তিনি কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে শ্রদ্ধা জানিয়েছেন।
ছবিতে অহন অভিনয় করেছেন একজন লড়াকু সঙ্গীতশিল্পীর চরিত্রে, নাম কৃষ কাপুর। অপরদিকে, অনিত পাড্ডা অভিনয় করেছেন 'বাণী বত্রা'র চরিত্রে, যিনি অল্প বয়সেই অ্যালজাইমারে আক্রান্ত। গল্পের আবেগঘন মুহূর্তে, কৃষ চরিত্রকে আনন্দ দেওয়ার জন্য বাণী বিরাট কোহলির বিখ্যাত ব্যাটিং ভঙ্গি নকল করেন। দর্শক এই দৃশ্যকে ভীষণভাবে ভালবেসেছেন, কারণ এখানে ক্রিকেটপ্রেমের সঙ্গে মিশেছে এক টুকরো আবেগ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অহন পাণ্ডে বলেছেন, “চরিত্রটা ফুটিয়ে তুলতে আমাকে অনেক প্রস্তুতি নিতে হয়েছিল। তবে শুটিংয়ের সময় আমি নিজেকে পুরোপুরি পরিচালকের হাতে ছেড়ে দিয়েছিলাম। আমি চাইনি কিছু জোর করে সাজানো হোক, চেয়েছিলাম সবকিছুর সঙ্গে যেন বাস্তবের মিল থাকে।”
তিনি আরও জানান, প্রায় ৮০ শতাংশ সংলাপ মুখস্থ করলেও কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে না শিখে গিয়েছিলেন, যাতে তা স্বতঃস্ফূর্ত শোনায়। অহনের কথায়, “আমরা চাইনি যেন ডায়লগ যান্ত্রিক মনে হয়। পরিচালক মোহিত সুরি আমাদের ভীষণভাবে বিশ্বাস করেছিলেন। কিছু জায়গায় আমরা একেবারে ট্র্যাক থেকে সরে গিয়েছিলাম, কিন্তু তিনি সেটা নিজের মতো করে দারুণভাবে সামলে নিয়েছেন।”
আরও পড়ুন: 'ও তখন একদম নিজের মধ্যে ছিল না...,' দীপিকার সঙ্গে রণবীরের বিচ্ছেদ এত বছর পর মুখ খুললেন নীতু কাপুর
এই বিরাট কোহলি-অনুপ্রাণিত দৃশ্য সম্পর্কে অভিনেতা বলেন, “আমি একেবারেই পরিকল্পনা করিনি। আমরা শুধু বিরাটের ভঙ্গি অনুকরণ করেছিলাম, কারণ আমি চাইছিলাম সেটি যেন একদম বাস্তব মনে হয়। সেই মুহূর্তে কৃষ আর বাণীর আবেগই যেন মুখ্য হয়ে ওঠে, ক্রিকেট কেবল ওদের সংযোগের এক সুন্দর মাধ্যম।”
ছবিটি মুক্তির পর সমালোচকরা অহন ও অনিতের অভিনয়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বিশেষ করে অহনের সংবেদনশীল অভিনয় ও অনিতের আবেগঘন অভিব্যক্তি দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। মোহিত সুরির পরিচালনা, চমৎকার চিত্রনাট্য আর দুর্দান্ত সব গান ছবিটিকে আরও সমৃদ্ধ করেছে।
সিনেমাপ্রেমীদের মতে 'সাইয়ারা' আজ শুধু বক্স অফিস সাফল্য নয়, বরং সমকালীন বলিউডে এক আবেগঘন প্রেমকাহিনির নতুন সংযোজন। বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'সাইয়ারা'। ছবির সাফল্য যেমন দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, ঠিক তেমনভাবেই অহন ও অনিতের প্রেমের গুঞ্জনেও দারুণ কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে। পাপারাজ্জিদের দেখে লাজুক হাসি যতই হাসুক, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে 'স্পিকটি নট' দুই তারকা।
