আজকাল ওয়েবডেস্ক: ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল ‘রিফিউজি’। আর সেই ছবিতেই বলিউডে আত্মপ্রকাশ করেন অভিষেক বচ্চন এবং করিনা কাপুর। বর্তমানে দু’জনেই বলিপাড়ার পরিচিত মুখ। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেলেও প্রথম ছবির বিভিন্ন স্মৃতি আজও অমলিন বচ্চন পুত্রের মনে। সেই স্মৃতির পাতা থেকেই অভিষেক তুলে আনলেন এমন এক ঘটনা যা জানতেন না অনেকেই।
নিজের ফিল্ম কেরিয়ারের স্মৃতিরোমন্থন করতে গিয়ে অভিষেক জানান, প্রথম ছবির প্রচারে গিয়ে একটি প্রজেক্টর রুমে আটকা পড়ে গিয়েছিলেন তিনি এবং করিনা। ঠিক কী হয়েছিল সেদিন? অভিষেক জানান, প্রথম ছবি মুক্তির পর স্বাভাবিক ভাবেই তিনি খুবই উৎসাহী ছিলেন। কিন্তু সেই সময় তাঁর পরবর্তী ছবি ‘শরারত’-এর শুটিং চলছিল। তাই কোনও ক্রমে প্রিমিয়ার সেরেই তাঁকে মানালিতে চলে যেতে হয়। মানালিতে শুটিং সেরে যখন তিনি মুম্বই ফিরলেন তখন হলে তাঁর ছবি কেমন চলছে সেটা জানতে উদগ্রীব হয়ে পড়েন তিনি। ফোনে করিনা কাপুরকে প্রস্তাব দেন, কোনও একটি সিনেমাহলে গিয়ে বিষয়টি স্বচক্ষে দেখার। করিনাও রাজি হয়ে যান।
নায়ক নায়িকা গ্যালাক্সি এবং চন্দন বলে দু’টি হলে যান। প্রথমটির ক্ষেত্রে কোনও সমস্যা না হলেও দ্বিতীয় হলে পৌঁছতেই জানাজানি হয়ে যায় যে ছবির নায়ক নায়িকা হলে এসেছেন। আর তার ফলে দলে দলে অনুরাগী ছুটে আসেন দেখতে। অভিষেক জানান ভক্তদের চাপ এতই বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে তাঁকে এবং করিনা কাপুরকে প্রজেক্টর রুমে লুকিয়ে পড়তে হয়। দর্শকদের ভালবাসার অত্যাচার থেকে তারকাদের বাঁচাতে তাঁদের তালাবন্দি করে রাখতে বাধ্য হন হল কর্তৃপক্ষ। ভিড় কমার পর মুক্তি পান দু’জনে।
