শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’-এ অভিনয় করেছেন ববি দেওল। সিরিজ মুক্তির পর থেকেই শাহরুখের ছেলের এই সাহসী ডেবিউ নিয়ে বলিপাড়ায় চর্চা চলছে। এবার মুখ খুললেন ববি—শুধু আরিয়ান নয়, শাহরুখকেও ভরিয়ে দিলেন প্রশংসায়। এবং সেই সঙ্গে এও জানালেন, তিনি যেমন শাহরুখের ছেলের প্রথম কাজে পাশে দাঁড়িয়েছেন, সেরকম শাহরুখও তাঁর (ববির) ছেলের ডেবিউয়ের সময় এগিয়ে আসবেন কি না।

 

ববির কথায়, “শাহরুখ আর আমি দু’জনেই বুঝি, আমাদের সন্তানের জন্য একে অন্যকে সাপোর্ট করা কতটা জরুরি। ওর আমাকে আলাদা করে কিছু বলার দরকার ছিল না, কিন্তু ওঁর ওই বড় মনের জন্যই বলেছেন। এটা আমাকে সত্যিই ছুঁয়ে গিয়েছে”।

 

তিনি আরও যোগ করলেন—“শাহরুখ আর আমি প্রায় একই সময়ে কেরিয়ার শুরু করেছি। এই জীবনে ওঁকে চিনেছি, সেটা আমারই সৌভাগ্য। ওঁর ছেলে আরিয়ানকেও আমি খুব ভালবাসি। আরিয়ান একজন অসাধারণ মানুষ এবং প্রতিভাবান পরিচালক। ওঁদের পরিবারকে চেনা সত্যিই ভীষণ সুন্দর অভিজ্ঞতা।”

 

শুধু তাই নয়, শাহরুখকে বর্ণনা করতে গিয়ে ববি বলেন—“ শাহরুখ ভীষণ বিনয়ী, নিজের উপর অসম্ভব ভরসা রাখে। তাই ও কখনও পৃথিবীর কাছে নিজের স্বীকৃতি চাইতেও যায় না। আরিয়ানও ঠিক ওর বাবার মতোই।”

 

 

আরিয়ান খানের লেখা ও পরিচালনায় তৈরি সাত এপিসোডের এই সিরিজ প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বম্ব্বা, মনোজ পাহওয়া, মোনা সিং, মানব কৌল, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রাজত বেদি, গৌতামী কাপুর প্রমুখ।

 

গল্প আবর্তিত হয়েছে আসমান সিং (লক্ষ্য)-কে ঘিরে—এক উচ্চাকাঙ্ক্ষী নতুন মুখ, যার স্বপ্ন সাফল্যর আকাশ ছোঁয়া। তার সঙ্গে আছে সেরা বন্ধু পারভেজ (রাঘব জুয়াল) এবং ম্যানেজার সানিয়া (আন্যা সিং)। খ্যাতি আর স্বপ্নের দুনিয়ায় কীভাবে পা রাখছে আসমান—সেই নিয়েই আবর্তিত হয়েছে সিরিজের গল্প।