নতুন বছরের শুরুতে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এনে চমকে দিয়েছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। গত কয়েক সপ্তাহ ধরে সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তাঁর নতুন বিয়ের ছবি। এরপরই একের পর এক বিপাকে পড়ে চলেছেন তিনি। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে হিরণের বিরুদ্ধে। ঘনিষ্ঠ সূত্রের খবর, এবার আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। এবিষয়ে আজকাল ডট ইন-কে হিরণ জানিয়েছেন "আমি সবসময় বিশ্বাস করি, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় যদি কখনও আইনি পর্যায়ে যায়, তবে তা শুধুমাত্র আদালতেই মীমাংসা হওয়া উচিত। এই ধরনের বিষয় সংবাদমাধ্যম বা সামাজিক মাধ্যমে আলোচনা করা আমার নীতির সঙ্গে মানানসই নয়।"

বিধায়কের আরও সংযোজন, "আমি দায়িত্ববোধ ও মর্যাদার সঙ্গে কথা বলছি। আমি নিয়াসার বাবা। একজন বাবা হিসেবে আমার মেয়ের প্রতি ভালবাসা, দায়িত্ব ও দায়বদ্ধতা আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে।"

হিরণ আরও জানিয়েছেন, "পারিবারিক বিষয় প্রকাশ্যে আলোচনা করা আমার আত্মসম্মান এবং আমি যে মূল্যবোধে বিশ্বাস করি, তার পরিপন্থী। তাই আমি এই বিষয়ে নীরবতা ও সংযম বজায় রাখাকেই সঠিক পথ বলে মনে করি। আমি আশা করি, পারিবারিক গোপনীয়তা রক্ষা করা, পরিবারকে সম্মান করা এবং মহিলাদের প্রতি শ্রদ্ধা রাখার বিষয়ে আমার এই সিদ্ধান্তকে সকলেই বুঝবেন এবং সম্মান জানাবেন।"

সূত্র মারফত জানা গিয়েছে, হিরণ কিছুদিন চেন্নাইতে ছিলেন। সম্প্রতি কলকাতায় ফিরেই আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি। আদালতে তাঁর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। এখনও পর্যন্ত শুনানির দিন নির্ধারিত হয়নি। 

বিয়ে করেছেন ২০২৫ সালে, কিন্তু গত ২০ জানুয়ারি দ্বিতীয় বিয়ে এবং স্ত্রীর ছবি প্রকাশ্যে এনেছেন হিরণ চট্টোপাধ্যায়। বেনারসের ঘাটে রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছেন বিজেপি বিধায়ক। এদিকে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়কে এখনও ডিভোর্স দেননি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তাঁদের মেয়ে নিয়াসা চটোপাধ্যায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় মামলা রুজু হয়েছে। যার প্রেক্ষিতেই হিরণ আগাম জামিনের আবেদন করেছেন বলে খবর। 

অন্যদিকে, এরই মধ্যে ঋতিকা গিরি সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন হিরণ এবং তাঁর পাঁচ বছরের সম্পর্ক, অনিন্দিতা মিথ্যে বলেছেন,হিরণ মোটেই ২০২৫ সালে তাঁদের সঙ্গে গিয়ে থাকেননি। এমনকী ঋতিকার বয়স সম্পর্কেও নাকি ভুল তথ্য দিচ্ছেন অনিন্দিতা। এই অভিযোগের পর ক্ষোভ উগরে দেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী।  আপাতত আদালত হিরণের আগাম জামিন আবেদন নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।