টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


কবে আসছে রাম চরণের দ্বিতীয় সন্তান?


শীঘ্রই বাবা-মা হতে চলেছেন দক্ষিণী মেগাস্টার রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা কোনিডেলা। তবে খবর শুধু এটুকুই নয়, অনুরাগীদের জন্য অপেক্ষা করছে দ্বিগুণ আনন্দ। শোনা যাচ্ছে, এই জানুয়ারি মাসেই এই দম্পতির ঘরে আসতে চলেছে যমজ সন্তান। প্রায় এক দশকের দীর্ঘ দাম্পত্য জীবনের পর এমন খুশির খবরে এখন মাতোয়ারা কোনিডেলা পরিবার ও সারা ভারতের ভক্তকুল। দীর্ঘ এগারো বছর বিবাহিত জীবন কাটানোর পর রাম চরণ ও উপাসনা কোনিডেলা ২০২৩ সালের জুন মাসে তাঁদের প্রথম কন্যা সন্তানের জন্ম দেন। প্রথম সন্তানের জন্মের দু'বছর পর, ফের তাঁদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। এই খবরে তাঁদের অনুরাগীরাও অত্যন্ত আনন্দিত এবং দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।


গর্ভপাত হয়েছিল রানির?


৩০ জানুয়ারি মুক্তি পেয়েছে 'মর্দানি ৩'। সম্প্রতি ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রানি মুখার্জি সম্প্রতি ২০২০ সালে তাঁর দ্বিতীয় সন্তান হারানোর যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। আসলে গর্ভপাত হয়েছিল রানির। এই শোকই তাঁকে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটির প্রতি আগ্রহী করে তুলেছিল। সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এক মায়ের লড়াইয়ের গল্প শুনে তিনি নিজের জীবনের সাথে একাত্মতা অনুভব করেছিলেন। সাক্ষাৎকারে রানি বলেন, “আমার ব্যক্তিগত ক্ষতির বেদনা ছিল বিশাল। যখন এই সিনেমার গল্পটি শুনি, আমি ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ি এবং গল্পটি সবার সামনে তুলে ধরার তাগিদ অনুভব করি।”


রাশার দেব ভক্তি 


রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাদানি বর্তমানে বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে কেবল গ্ল্যামার বা অভিনয়ের জন্য নয়, বরং নিজের আধ্যাত্মিক চেতনার কারণে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন এই তরুণী। সম্প্রতি রাশা ভগবান শিবের প্রতি তাঁর গভীর ভক্তির কথা প্রকাশ করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি তিনি 'ছাপ তিলক' গানটির মাধ্যমে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করছেন। তাঁর আসন্ন ছবি 'লাইকি লাইকা'-তে এই গানটি শোনা যাবে। রাশা এই গানটিকে নটরাজ বা মহাজাগতিক নৃত্যশিল্পী শিবের চরণে অর্পণ করেছেন। তাঁর মতে, শিবের শক্তি ও ছন্দই তাকে শিল্পের জগতে পথ দেখায়। অভিনয় জগতে রাশার যাত্রা শুরু হয়েছিল অভিষেক কাপুরের ‘আজাদ’ ছবির মাধ্যমে। সেই ছবিতে তাঁর পারফরম্যান্স এবং নাচের দক্ষতা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে তিনি অভয় বর্মার বিপরীতে তার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। কাজের ব্যস্ততার মাঝেও আধ্যাত্মিকতার এই চর্চা রাশাকে অন্য সব তারকা-সন্তানদের থেকে আলাদা করে তুলেছে।