চলতি সপ্তাহে বেশ কমেছে সমস্ত ধারাবাহিকের নম্বর। তবে এক নম্বর স্থান ধরে রাখল 'পরশুরাম আজকের নায়ক'। দ্বিতীয় স্থানে থেকে 'পরশুরাম' -এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 'পরিণীতা'। দেখে নিন এই সপ্তাহের সেরা ১০ -এ কোন কোন ধারাবাহিক রয়েছে।
'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে একের পর এক চমক আসছে। আর তার হাত ধরেই এক নম্বর স্থান ধরে রাখল ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার ধারাবাহিক। এই সপ্তাহে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'পরিণীতা'। 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'কে ফের ছাপিয়ে গিয়েছে ঈশানি এবং উদয়ের ধারাবাহিক। 'পরিণীতা'র এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৬.৮।
দুই থেকে তিন নম্বরে নেমে এসেছে স্বস্তিকা দত্তের ধারাবাহিক। বেশ অনেকটাই কমেছে নম্বর। চলতি সপ্তাহে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' পেয়েছে ৬.৫ নম্বর। চার নম্বর স্থানে যুগ্ম ভাবে দুটো ধারাবাহিক রয়েছে। জি বাংলা এবং স্টার জলসার সাড়ে সাতটার স্লটের দুই ধারাবাহিকের টক্কর রীতিমত জমে উঠেছে। 'রাঙামতী তীরন্দাজ' এবং 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিক দুটোই চার নম্বরে রয়েছে ৬.৩ পেয়ে।
পঞ্চম স্থানে রয়েছে 'ও মোর দরদিয়া'। রণিতা দাস অভিনীত ধারাবাহিকটি চলতি সপ্তাহে পেয়েছে ৬.২ নম্বর। ঠিক তারপরই ছয়ে রয়েছে 'বেশ করেছি প্রেম করেছি'। জেন জির এই প্রেমের গল্পে এখন স্বয়মদের বিয়ে দেখানো হচ্ছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। তবে ষষ্ঠ স্থানে 'বেশ করেছি প্রেম করেছি' একা নেই। রয়েছে 'আমাদের দাদামণি' এবং 'জোয়ার ভাঁটা'। তিনটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর এক হলেও, তাদের সঙ্গে পাঁচ নম্বরে থাকা 'ও মোর দরদিয়া'র নম্বরের মধ্যে বিস্তর ফারাক।
সাত নম্বরে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। একমাত্র এই ধারাবাহিকের গত সপ্তাহের প্রাপ্ত নম্বর এবং এই সপ্তাহের প্রাপ্ত নম্বর এক রয়েছে। অর্থাৎ ৫.৬ পেয়েছে। ঠিক তারপরেই রয়েছে 'চিরসখা'। এই ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে ৫.৪। বলাই বাহুল্য চলতি সপ্তাহে 'চিরসখা' টিআরপি তালিকায় অনেকটাই নেমে এসেছে গত সপ্তাহের তুলনায়।
নয় নম্বরে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। শুভস্মিতা এবং সৌরভের রসায়ন দর্শকদের বেশ মনে ধরেছে যে সেটা টিআরপি তালিকা বুঝিয়ে দিচ্ছে। তাদের প্রাপ্ত নম্বর ৫.২। এবং দশম স্থানে রয়েছে 'তুই আমার হিরো'। রুবেলের ধারাবাহিক পেয়েছে ৪.৯ নম্বর।
