টলিউডে এখন বিয়ের মরশুম। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। দীর্ঘদিনের প্রেমিকা ঐশিকী ঘটকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তিনি। আগামী ২৩ জানুয়ারি বিষ্ণুপুরে বসছে তাঁদের বিয়ের আসর। ধুমধাম করে চার হবে এক হাত। আপাতত সেই প্রস্তুতিতেই ব্যস্ত দু’জন। এরপর ২৮ জানুয়ারি দক্ষিণ কলকাতায় হবে রিসেপশন, যেখানে উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখের পাশাপাশি অভিনেতার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’-তে ভূপাল চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম দর্শকের নজর কেড়েছিলেন বিশ্বাবসু। পরে তাঁকে দেখা যায় ‘মিঠাই’ ধারাবাহিকেও, যদিও মাঝপথেই সেই কাজ থেকে সরে দাঁড়ান তিনি। অভিনয়ের সূত্রেই ঐশিকীর সঙ্গে আলাপ বিশ্বাবসুর। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার নিয়ে পড়াশোনা করা ঐশিকী মঞ্চেই নিজের অভিনয়যাত্রা গড়ে তুলেছেন। অন্য দিকে, বিশ্বাবসুও দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত। অভিনয় হোক বা পরিচালনা, সব ক্ষেত্রেই তাঁর স্বচ্ছন্দ বিচরণ। কাজের মাঝেই গড়ে ওঠা সেই বন্ধুত্বই ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। আর এবার সেই প্রেমের গল্প পৌঁছতে চলেছে ছাদনাতলায়।

প্রেম নিয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি বিশ্বাবসু। বিয়ে নিয়েও ছিল একই নীরবতা। তবে এবার আর গোপন নয়। জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতিতে ব্যস্ত অভিনেতা।

বিশ্বাবসুর ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়ে ঐশিকীর সঙ্গে তাঁর একাধিক মুহূর্তের ঝলক। কখনও রেস্তরাঁয় নির্ভার আড্ডা, কখনও আবার আলো-আঁধারির আবেশে ধরা দেওয়া ঘনিষ্ঠ সেলফি। লাইমলাইটের বাইরে, নিজেদের মতো করেই সময় কাটাতে ভালবাসেন তাঁরা।