সংবাদ সংস্থা, মুম্বই: জন্মদিনে কেক-পায়েস নয়, দুধেই মজেছেন অক্ষয় কুমার! রহস্যে ভরা চোখ ‘বার্থ ডে বয়'-এর। কাঁধের উপর কালো বিড়াল। সোমবার সাতসকালে এমনই ছবি পোস্ট করেছেন বলিউডের ‘খিলাড়ি’। রহস্যময় ছবিতে কোন ইঙ্গিত দিয়েছেন অক্ষয়? কৌতূহল অনুরাগীদের মনে।  

আজ ৯ সেপ্টেম্বর, ৫৭ বছর বয়সে পা রাখলেন অক্ষয় কুমার। তাঁর জন্মদিন উপলক্ষেই নতুন ছবি ‘ভূত বাংলো’র ঘোষণা করলেন অক্ষয়। পরিচালনায় প্রিয়দর্শন। এদিন সেই ছবিরই ‘মোশন’ পোস্টারেই দেখা গেল খিলাড়ির রহস্যময় চরিত্রের ঝলক। হাতে দুধের বাটি, ঘাড়ে কালো বিড়াল। অক্ষয়ের চোখেমুখে রহস্যজনক অভিব্যক্তি। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ভূত বাংলো’।

‘ভুল ভুলাইয়া’ থেকে ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মশালা’। এক সময় একটার পর ব্লক বাস্টার ছবিতে জুটি ছিলেন অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। ১৪ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। জন্মদিনে সেই আসন্ন ছবিরই ঘোষণা করেন অক্ষয় কুমার। রহস্যের এক ছবি পোস্ট করে অক্ষয় লেখেন, “ জন্মদিনে আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র প্রথম ঝলক ভাগ করে করছি। প্রায় ১৪ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে ফের কাজ করতে পেরে আমি উৎসাহিত। ম্যাজিকের জন্য সঙ্গে থাকুন।”

জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকে অক্ষয় কুমারকে নিয়ে শুটিং শুরু করবেন প্রিয়দর্শন। এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি থাকতে পারেন আলিয়া ভাট, কিয়ারা আডবানি।  ‘ভূত বাংলো’ ছবির গল্পের অন্যতম ট্যুইস্ট ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাজাদু। সেই মোড়কেই আবর্তিত হবে প্রিয়দর্শনের পরিচালনার নতুন গল্প। সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ভূতুড়ে ছবির সঙ্গে অক্ষয় লিখেছিলেন, "স্পেশ্যাল কিছু আসছে। এবং তা জানাব আমার জন্মদিনে"। আর এই পোস্টের পরপরই শুরু হয় জল্পনা। আসলে, 'স্ত্রী ২'-এর শেষে দেখা গিয়েছে অক্ষয়কে। কানাঘুষো শোনা যাচ্ছিল, অক্ষয় পূর্ণদৈর্ঘ্যর একটি হরর-কমেডি ছবি করবেন। 

কেরিয়ারে বেশ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। গত তিন বছরে হিটের মুখ পর্যন্ত দেখেননি তিনি! এদিকে প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয়ের মান-অভিমানের কথাও শোনা গিয়েছিল। সেই কারণেই অক্ষয়ের সঙ্গে নাকি আর কোনও ছবিতে জুটি বাঁধেননি প্রিয়দর্শন। তবে সেই বরফ সম্ভবত গলে গিয়েছে। অক্ষয়ের কেরিয়ারের খরা কেটে ‘ভুল ভুলাইয়া’র মতো এই ‘ভূত বাংলা’ কি বক্স অফিসে সাফল্য পাবে? উত্তর দেবে সময়।