সংবাদসংস্থা মুম্বই: এক সময়ের স্বপ্ন সুন্দরী ছিলেন বিপাশা বসু। তাঁর রূপে মুগ্ধ হতেন দর্শক। বিপাশার শরীরী হিল্লোল রাতের ঘুম কাড়ত অনুরাগীদের। তবে কিছুদিন আগে অভিনেত্রীর চেনা ছবিটা যেন এক নিমেষে পাল্টে যায়। সন্তান জন্ম দেওয়ার পর বেশ কিছুটা ওজন বেড়েছে তাঁর। তাই বর্তমানে বিপাশার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। তবে এবার নেটিজেনদের ট্রোলের যোগ্য জবাব দিলেন বাঙালি অগ্নিকন্যা।

 

 

 

 

প্রাক্তন মিস ইন্ডিয়া এবং বিউটি ইনফ্লুয়েন্সার শ্বেতা বিজয় নায়ার সম্প্রতি মহিলাদের উপরের এই অযৌক্তিক প্রত্যাশার বিরুদ্ধে ইনস্টাগ্রামে সরব হয়েছেন। তিনি তাঁর রিলে মাতৃত্বের আবেগ এবং শারীরিক কষ্টের কথা তুলে ধরেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, কীভাবে মহিলাদের একাধিক ভূমিকা পালন করতে হয় এবং একই সঙ্গে তাদের চেহারার ছোটখাটো খুঁতগুলোকে নিয়েও চলে কাঁটাছেড়া। আর তারপর সেই পোস্টের কমেন্ট সেকশনে বিপাশা এই পুরো বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

 

 

ওই পোস্টে বিপাশা মন্তব্য করেছেন, ‘ধন্যবাদ তোমার স্পষ্ট কথাগুলোর জন্য। আশা করি মানবজাতি এত অগভীর এবং এত হীন মানসিকতা সম্পন্ন আর থাকবে না… এবং তারা প্রতিদিন মহিলাদের লক্ষ লক্ষ ভূমিকা পালনের জন্য উৎসাহিত ও প্রশংসা করবে।’

 

 

 

 

বিপাশা আরও লেখেন, ‘আমি একজন আত্মবিশ্বাসী মহিলা, কটাক্ষ আমাকে ছুঁতে পারে না। তবে এগুলো মহিলাদের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি, তা তুলে ধরে। আমার জায়গায় অন্য কোনও মহিলা হলে হয়তো এই ধরনের মন্তব্য দেখে মানসিকভাবে ভেঙে পড়তে পারত। যাই হোক, আমাদের সকলের কণ্ঠ যদি এভাবেই শক্তিশালী থাকে এবং মহিলারা যদি মহিলাদের এভাবেই সমর্থন করে, তাহলে নারীরা আরও এগিয়ে যাবে।'

 

 

 

বিপাশার পাশে দাঁড়িয়েছেন স্বামী করণ সিং গ্রোভার। চুপ থাকেননি তিনিও। পোস্টে তাঁর মন্তব্য 'আমাদের পরিচিত এবং ভালবাসার সমস্ত মহিলাদের আসনে বসিয়ে উচিত এবং তাঁদের পুজো করা উচিত। তাঁরাই হলেন সেই দেবী যাঁদের পুজো করা উচিত। আমি বিশ্বাস করি যে ঈশ্বর একটি নারী শক্তি। জীবন নামক সুন্দর জিনিসটি যাঁরা সৃষ্টি করেন, তাঁদের মধ্যেই ঈশ্বর থাকেন।'