‘বিগ বস মারাঠি ৩’ ও ‘স্প্লিটসভিলা’ খ্যাত তারকা জয় দুধানে প্রায় ৫ কোটি টাকার প্রতারণা মামলায় মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার। থানে পুলিশের অভিযোগ, জাল নথি ব্যবহার করে একটি বাণিজ্যিক সম্পত্তি একাধিক ক্রেতার কাছে বিক্রি করে তিনি এই আর্থিক জালিয়াতি করেছেন। এই লেনদেনের ফলে সংশ্লিষ্ট ক্রেতাদের বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ৪ জানুয়ারি মুম্বই বিমানবন্দরে থানে পুলিশ জয়কে আটক করে। অভিযোগে বলা হয়েছে, তিনি ভুয়ো কাগজপত্রের সাহায্যে একই সম্পত্তি একাধিকবার বিক্রি করেন। এই মামলার তদন্তের অংশ হিসাবে জয়ের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর মা, বোন, দিদিমা ও দাদুকে এফআইআরের সূত্র ধরে প্রশ্ন করা হয়েছে।

রিয়্যালিটি টিভিতে পরিচিত মুখ জয় ‘বিগ বস মারাঠি ৩’এ প্রথম রানার-আপ ছিলেন এবং ‘স্প্লিটসভিলা ১৩’এর বিজয়ী হিসাবেও জনপ্রিয়তা পান। পাশাপাশি তিনি একজন ফিটনেস ট্রেনার, মডেল ও অভিনেতা। থানে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত আরও তথ্য সামনে আসতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, বড়দিনের আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর  দীর্ঘদিনের প্রেমিকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হর্ষলা পাটিলকে বিয়ে করেন জয়। থানে শহরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে মহারাষ্ট্রিয় রীতিনীতিতে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পর জয় ও হর্ষলা সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ছবি ও মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন, যা দ্রুতই ভাইরাল হয়। 

জয়ের বিয়ের দিনটি ছিল একেবারে ঐতিহ্যের রঙে মোড়া। বিশেষ দিনে তিনি বেছে নিয়েছিলেন সম্পূর্ণ মহারাষ্ট্রের সাজ। হলুদ রঙের কুর্তা, সোনালি ধুতি এবং মানানসই পাগড়িতে তাঁকে দেখা যায় রাজকীয় লুকে। অন্য দিকে, হর্ষালার দিক থেকেও চোখ ফেরানো দায়। তিনি পরেছিলেন হলুদ শাড়ি এবং সঙ্গে ছিল ঐতিহ্যবাহী মহারাষ্ট্রের গয়না, যা তাঁর কনের সাজকে আরও আভিজাত্যপূর্ণ করে তোলে। দু’জনের পোশাক ও সাজই বিয়ের অনুষ্ঠানে নজর কাড়ে এবং উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়িয়েছে। সেই অনুষ্ঠানে ‘বিগ বস মারাঠি ৩’এর প্রাক্তন প্রতিযোগী সুরেখা কুদাচি ও তৃপ্তি দেশাই ছাড়াও ‘মুলশি প্যাটার্ন’ ছবির পরিচালক প্রবীণ তারেদেও উপস্থিত ছিলেন।

একদিকে সদ্য বিবাহিত জীবনের নতুন অধ্যায়, অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা গুরুতর আর্থিক প্রতারণার অভিযোগ। পুলিশি তদন্তে সত্য কী উঠে আসে, সেদিকেই এখন নজর সকলের।