‘বিগ বস’ মানেই চমক। বছরের পর বছর ধরে ভারতীয় টেলিভিশনের এই রিয়্যালিটি শো দর্শকদের দিয়েছে একের পর এক অবিশ্বাস্য মুহূর্ত। কিন্তু এবারের সিজন প্রিমিয়ারের আগেই গুঞ্জনের ঝড় এমন জায়গায় পৌঁছেছে, যা কেউ কল্পনাও করেনি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে—ডব্লিউডব্লিউই-এর কিংবদন্তি কুস্তিগীর  আন্ডারটেকার আর বিশ্বখ্যাত মার্কিন বক্সিং আইকন মাইক টাইসন নাকি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যোগ দিতে চলেছেন ‘বিগ বস ১৯’–এ!

 

প্রথমে একটি ডিসকর্ড সার্ভারে ছড়িয়ে পড়ে খবর, আন্ডারটেকারকে নাকি দেখা যাবে বিগ বস–এর ঘরে। এরপর থেকেই গুজব আরও পাক খেতে থাকে। এবার নাম জড়িয়েছে মাইক টাইসনেরও। যদিও অনেকসময়ই বিগ বস শুরু হওয়ার আগে এমন অজস্র নাম ভেসে ওঠে, যার অধিকাংশই পরবর্তীতে ভুয়ো প্রমাণিত হয়। তবুও দর্শকরা যে এই ধরনের গুঞ্জনকে ঘিরে শিহরণে ভুগছেন, তা বলাই বাহুল্য। জানিয়ে রাখা ভাল, এর আগে বিগ বস-এর ঘরে হাজির হয়েছিলেন ডব্লিউডব্লিউই-এরআরও এক বিখ্যাত কুস্তীগির –দ্য গ্রেট খালি! 

 

এখনও পর্যন্ত বিগ বসের সম্ভাব্য প্রতিযোগীর তালিকা —

কেবল আন্তর্জাতিক তারকারাই নয়, এবারের মরশুমে ভারতীয় বিনোদন জগতেরও একঝাঁক পরিচিত মুখের নাম ভেসে উঠেছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন —

গৌরব খান্না (সেলিব্রিটি মাস্টারশেফ জয়ী)

ব়্যাপার রাফতার

অশনূর কৌর

রিয়েল–লাইফ দম্পতি আওয়েজ দারবার ও নগমা মিরাজকর

বসির আলি

অভিষেক বাজাজ

হুনার হালে

শাফাক নাজ

পায়েল ধারে

জীশান কাদরি (গ্যাংস অব ওয়াসেপুর খ্যাত অভিনেতা-লেখক)

মৃদুল তিওয়ারি

শহবাজ বাদেশা (শেহনাজ গিলের ভাই, বিগ বস ১৩–এর পরিচিত মুখ)

এছাড়াও আলোচনায় রয়েছেন—শ্রীরামা চন্দ্র, আমাল মল্লিক, আরবাজ পটেল, নিধি শাহ, কিরাক খালা, সিধে মউত, আতুল কিশন, আলি কাশিফ খান দেশমুখ, অপরূপা মুখিজা, গুরুচরণ সিং, পুরব ঝা, সিবেত তোমর এবং শৈলেশ লোধা।

প্রত্যাশার ঝড় কিন্তু বেড়েই চলেছে বিগ বসের এই সিজন ঘিরেও। বছরের পর বছর ধরে বিগ বসের খ্যাতি এই কারণেই—কোনও সিজনই দর্শককে প্রত্যাশিত পথে হাঁটতে দেয় না। হঠাৎ নতুন প্রতিযোগী, অপ্রত্যাশিত এন্ট্রি আর চমকপ্রদ টুইস্ট এই শো–এর অন্যতম আকর্ষণ। তাই আন্ডারটেকার বা টাইসন যদি সত্যিই প্রবেশ করেন বিগ বস–এর ঘরে, তাহলে নিঃসন্দেহে এটি হবে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনা।

কখন থেকে শুরু বিগ বস ১৯?

প্রিমিয়ারের তারিখ: ২৪ আগস্ট, ২০২৫ (রবিবার)

সঞ্চালক: চিরাচরিত ভাবেই ফিরছেন সলমন খান

স্ট্রিমিং: রাত ৯টা থেকে জিওহটস্টারে

টেলিকাস্ট: রাত ১০:৩০–এ কালার্স টিভিতে

এখন প্রশ্ন একটাই—আন্ডারটেকার আর মাইক টাইসনের নাম কি কেবল গুঞ্জন, না কি সত্যিই বিগ বস ১৯–এর ঘরে দেখা যাবে এই কিংবদন্তিদের? উত্তর মিলবে কেবল প্রিমিয়ার রাতেই।

 

এছাড়াও আলোচনার কেন্দ্রে রয়েছেন হিমাংশী নরওয়াল। জানা যাচ্ছে, এ বছর 'বিগ বস'-এর ঘরে নাকি দেখা যেতে পারে তাঁকে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্মাতারা হিমাংশীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবনের সংগ্রাম, সাহস এবং মর্মান্তিক অভিজ্ঞতা শো-এর দর্শকদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও চূড়ান্তভাবে তিনি অংশ নেবেন কিনা, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ‘বিগ বস ১৯’-এ ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় মুখের নাম সামনে এসেছে। এলভিশ যাদব নিজেও নাকি বিশেষ অতিথি হিসেবে আসতে পারেন, যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। যদি হিমাংশী সত্যিই এই শো-এ প্রবেশ করেন, তবে শো-তে এলভিশ ও তাঁর পুরনো বন্ধুর মুখোমুখি হওয়া নিঃসন্দেহে আলোচনার জন্ম দেবে।হিমাংশী শুধু একজন সাধারণ প্রতিযোগী নন, তিনি ইউটিউবার ও ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী এলভিশ যাদবের কলেজের সহপাঠী। পাশাপাশি, তিনি হলেন জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এর সন্ত্রাসী হামলায় শহিদ হওয়া নৌবাহিনীর অফিসার বিনয় নরওয়ালের স্ত্রী। ওই হামলায় বিনয় নরওয়াল প্রাণ হারান, যা দেশজুড়ে তীব্র শোকের সঞ্চার করেছিল। স্বামীর মৃত্যু পর থেকে হিমাংশী আলোচনার বাইরে থাকলেও, এবার ‘বিগ বস’-এ তাঁর সম্ভাব্য অংশগ্রহণ নতুন করে কৌতূহল বাড়িয়েছে।সঙ্গে 'বিগ বস'প্রেমীদের জন্য এ বছরের ‘বিগ বস’ হতে চলেছে আবেগ, ড্রামা ও বাস্তব জীবনের গল্পের মিশ্রণে ভরপুর। হিমাংশী নরওয়ালের মতো ব্যক্তিত্বের উপস্থিতি এই শো-এর আবেগঘন দিককে আরও তীব্র করে তুলতে পারে বলে মনে করছেন দর্শক মহল।

 

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাওঁয়ে সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছিলেন নৌসেনার ওই লেফটেন্যান্ট। ভেলপুরি খাচ্ছিলেন দু’জনে মিলে। হঠাৎ তাঁদের সামনে গিয়ে দাঁড়ায় জঙ্গিরা। হিমাংশীর কথায়, ‘‘আমাদের সামনে এসেই ওরা বলল, ওকে (বিনয়) দেখে মুসলমান মনে হয় না। গুলি কর।’’ গুলি চলে। সদ্যবিবাহিতার সামনে গুলি খেয়ে লুটিয়ে পড়েন স্বামী। বৈসরনে জঙ্গি হামলার পর পরই যে ছবি সমাজমাধ্যমে ভাইরাল। দেখা যায়, মৃত যুবকের দেহ আগলে বসে রয়েছেন এক তরুণী। পুরো ঘটনার আকস্মিকতায় তিনি হতবাক। পরে জানা যায়, ওই যুবক নৌসেনার লেফটেন্যান্ট বিনয়। হরিয়ানার বাসিন্দা বর্তমানে কর্মরত ছিলেন কোচিতে।