সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক থেকে শুরু করে ‘বিগ বস ১৭’-এর ট্রফি জিতে যিনি খবরের শিরোনামে ছিলেন, সেই মুনাওয়ার ফারুকি এবার পা রাখলেন অভিনয়ের দুনিয়ায়—আর প্রথম কাজেই বাজিমাত করার প্রতিশ্রুতি তাঁর চোখে-মুখে। নতুন ওয়েব সিরিজ ‘ফার্স্ট কপি’-তে অভিনয় করেছেন একেবারে অন্যরকম এক চরিত্রে, যার জীবনের লড়াই, ভালবাসা আর আপসহীন মানসিকতা মুনাওয়ারের নিজের জীবনকেই যেন ছুঁয়ে যায়।

“এটা আমার জীবনের একেবারে নতুন অধ্যায়। ‘ফার্স্ট কপি’ আমার প্রথম অভিনয়, আর আমি নিজের সবটুকু দিয়ে কাজটা করেছি। চরিত্রটার নাম আরিফ—খুবই জটিল। কিন্তু ওর মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি,” মন্তব্য মুনাওয়ারের। তিনি আরও বলেন, “আমি আরিফের মতোই—জীবনে আর কখনও আপস করব না। আমি যে জায়গা থেকে উঠে এসেছি, সেটা জানি, তাই এই চরিত্রের সঙ্গে নিজের হার না মানার মানসিকতা পুরোপুরি মেলাতে পেরেছি।”

সিরিজটির ট্রেলারে যা দেখা গিয়েছে, তাতে স্পষ্ট— ১৯৯০-এর দশকের মুম্বইয়ের পটভূমিতে তৈরি এই গল্প সিনেমার পেছনের অন্ধকার দুনিয়া ঘিরে। আরিফের যাত্রা শুরু রাস্তায় ওয়াকম্যান বিক্রি করে, সেখান থেকে ধীরে ধীরে জড়িয়ে পড়ে সিনেমা পাইরেসির জগতে। আর সেখান থেকেই গড়ে তোলে নিজের প্রভাবশালী ‘ফার্স্ট কপি’-সাম্রাজ্য। মুনাওয়ারের কথায়, “আমি নার্ভাস, উত্তেজিত, আবার ভীষণ কৃতজ্ঞও। দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটা দেখার জন্য মুখিয়ে আছি।”

এই সিরিজে মুনাওয়ারের পাশাপাশি রয়েছেন ক্রিস্টল ডি'সুজা, গুলশন গ্রোভার, সাকিব আইয়ুব, আশি সিং, মেয়াং চ্যাং, ইনাম উল হক এবং রেজা মুরাদ।

১৬ জুন মুক্তি পেয়েছে ‘ফার্স্ট কপি’-র ট্রেলার, যা একদম স্পষ্ট করে দিয়েছে—এই গল্পে শুধু ‘সিনেমা কপি’ নয়, কপি হবে স্বপ্নও। আর সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মুনাওয়ারের চরিত্র আরিফ—ভালবাসা, প্রতিশোধ আর সাহস নিয়ে গড়ে তুলবে এক দুনিয়া, যেখানে নাম আর প্রভাব কিনতে হয় ‘ফার্স্ট কপি’-র দামে।

এবার দেখার, রিয়্যালিটি শো জয়ের পর এই অভিনয়ের দুনিয়ায় মুনাওয়ারের ‘ফার্স্ট কপি’ কতটা গ্রহণ করেন দর্শক!