রোডিজ রাইজিং, স্প্লিটসভিলা এক্স এবং বিগ বস ১১-এ প্রতিযোগী হিসাবে পরিচিতি পাওয়া অভিনেতা প্রিয়াঙ্ক শর্মার জীবনে শোকের ছায়া। অভিনেতা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাঁর বাবা আর নেই। প্রিয়াঙ্কের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা এবং স্প্লিটসভিলা সতীর্থ দিব্যা আগরওয়ালও।
ইনস্টাগ্রামে বাবার একটি ছবি শেয়ার করে প্রিয়াঙ্ক লিখেছেন, ‘ভাল করে ঘুমিও, ড্যাডি। তোমাকে খুব মিস করব। আশা করি, একদিন তোমাকে গর্বিত করতে পারব। শান্তিতে থাকো (১৯৬৬–২০২৫)।’
অভিনেতার এই পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাঁর বাবার প্রয়াণে শোক প্রকাশ করছেন। স্প্লিটসভিলা এক্স-এর পর অল্প সময়ের জন্য প্রিয়াঙ্কের সঙ্গে সম্পর্কে জড়ানো দিব্যাও পোস্টে মন্তব্য করেছেন। লিখেছেন, ‘শক্ত থেকো’।
দিব্যা ছাড়াও বহু অনুরাগী প্রিয়াঙ্ককে সমবেদনা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘হে ঈশ্বর! সত্যিই হৃদয়বিদারক। আঙ্কল, আপনাকে খুব মিস করব। প্রিয়াঙ্ক এবং তাঁর পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।’
আরেকজন মন্তব্য করেন, ‘ঈশ্বর আপনাকে শক্তি দিন। বাবারা ছেলেদের মেরুদণ্ডের মতো। এখন আপনার মাথার উপর থেকে ছাদ সরে গেছে, কিন্তু একই সঙ্গে আপনি নিজেই হয়ে উঠেছেন পরিবারের জন্য সেই আশ্রয়। অত্যন্ত দুঃখজনক খবর। ঈশ্বর আপনার পরিবারকে শক্তি দিন। নিজেকে শক্ত রাখো।’
প্রিয়াঙ্কের বাবা তাঁর জীবনের অন্যতম স্তম্ভ ছিলেন। তাই তাঁর মৃত্যুতে অভিনেতা এবং তাঁর পরিবার ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই ভক্তরা প্রিয়াঙ্ক ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা পাঠাচ্ছেন।
নৃত্যশিল্পী হিসাবে পথচলা শুরু করলেও প্রিয়াঙ্কের ব্যক্তিত্ব, পারফরম্যান্স এবং পর্দায় উপস্থিতিই তাঁকে দ্রুত তরুণ দর্শকদের প্রিয় মুখে পরিণত করে। সময়ের সঙ্গে তিনি অভিনয়, মডেলিং এবং বিভিন্ন ওয়েব শোয়েও কাজ করেছেন। কেরিয়ারের শুরু থেকেই পরিবার বাবার অটুট সমর্থন ছিল তাঁর শক্তির উৎস। সেই কারণেই বাবার সাম্প্রতিক প্রয়াণ তাঁর জীবন এবং মানসিক অবস্থায় গভীর প্রভাব ফেলেছে।
সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্ক শর্মা খুবই জনপ্রিয়। তাঁর নাচের ভিডিও, ফিটনেস রুটিন, ভ্রমণের ছবি, এমনকি সাধারণ দিনযাপনের ছোট ছোট মুহূর্তও ভক্তরা খুব পছন্দ করেন। তাঁর সহজ আচরণ এবং ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার অভ্যাস তাঁর প্রতি মানুষের ভালবাসা আরও বাড়িয়ে দিয়েছে। প্রিয়াঙ্ক প্রায়ই লাইভে এসে আড্ডা দেন, কমেন্টের জবাব দেন—এসবের ফলে দর্শকদের সঙ্গে তাঁর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এই কারণেই তিনি আজকের সোশ্যাল মিডিয়া প্রজন্মের কাছে এতটা প্রিয় মুখ।
