আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মালিক! দীপাবলিতে প্রদীপ জ্বালাতে গিয়ে আগুন লেগে যায় পোশাকে। পুড়ে যায় পিঠ। কোনও ক্রমে পোশাক ছিঁড়ে অভিনেত্রীকে প্রাণে বাঁচান তাঁর বাবা। নিজের ইনস্টাগ্রামে এই কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নিজেই।

টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ প্রিয়া মালিক। রিয়্যালিটি শো ‘বিগ বস ৯’-এর দৌলতে তিনি প্রথম প্রচারের আলোয় আসেন। এর পর ‘নজর’, ‘ক্রাইম পেট্রোল’, ‘সাবধান ইন্ডিয়া’-সহ একাধিক জনপ্রিয় অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি, প্রিয়া এক জন কবি হিসাবেও পরিচিত। ‘স্পোকেন-ওয়ার্ড’ শিল্পী হিসাবেই তাঁর কেরিয়ারের সূত্রপাত।

বাবার তৎপরতায় প্রাণে বাঁচলেও, সামান্য অসতর্কতায় ঘটে যাওয়া ঘটনাটি তাঁর প্রাণ কাড়তে পারত। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রিয়া জানান, ২০ তারিখ, দীপাবলি উদযাপনের রাতেই ওই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। অভিনেত্রী জানান, একটি প্রদীপের সঙ্গে সেলফি তোলার সময় আগুন ধরে যায়। সেই লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পিঠে। তিনি আরও জানান, কিছু বুঝে ওঠার আগেই তাঁর কাঁধ, চুলের খোঁপা থেকে শুরু করে পিঠের নীচের অংশ পর্যন্ত সম্পূর্ণটা আগুনে ছেয়ে যায়। প্রিয়া শুধু দেখতে পান, তাঁর কাঁধ থেকে আগুনের শিখা উঠছে। এক নিমেষেই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়।
আরও পড়ুন: গাড়ির মধ্যেই ‘অপারেশন থিয়েটার’! লিঙ্গবৃদ্ধির নামে ইন্টারনেট দেখে এ কী করতেন হাতুড়ে ডাক্তার? চোখ কপালে পুলিশের

প্রিয়ার বাবা তৎক্ষণাৎ তাঁর জ্বলন্ত পোশাক ছিঁড়ে ফেলায় তিনি রক্ষা পান। বাঁচার আর কোনও উপায় ছিল না। গোটা ঘটনা প্রিয়ার মনে গভীর আতঙ্ক তৈরি করেছে। প্রিয়া জানিয়েছেন, সামান্য প্রদীপ থেকে যে এমন কিছু যে ঘটতে পারে তা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। ঘটনার পর তিনি বুঝতে পেরেছেন, কীভাবে এক মুহূর্তের অসতর্কতা তাঁর প্রাণ কেড়ে নিতে পারত।
আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি

তিনি আরও জানান, আপাতত তিনি সুস্থ আছেন। তাঁর কাঁধ, পিঠ ও আঙুলে পোড়া ক্ষত রয়েছে। প্রিয়া লিখেছেন, “কাল রাতে দীপাবলি উদযাপনের সময় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল। এখানে এই বিষয়ে কথা বলছি কারণ আমি এত দিন শুধু সিনেমাতেই এমন ঘটনা ঘটতে দেখেছি। আজ সেটাই আমার সঙ্গে ঘটল। একটি প্রদীপ থেকে এক মুহূর্তের মধ্যে আমার কাঁধ, চুলের খোঁপা এবং পিঠের নীচের অংশ পর্যন্ত সম্পূর্ণটা আগুন লেগে যায়। তখন আমি প্রতিবেশীদের সঙ্গে ছবি তুলছিলাম, কিছু বোঝার আগেই দেখি, আমার ডান কাঁধ থেকে আগুনের শিখা উঠছে। তারপরেই বুঝতে পারি আমার গোটা পিঠ জ্বলছে। অল্প স্বল্প নয়, রীতিমতো লেলিহান শিখা। ভাগ্যক্রমে আমার বাবা তৎক্ষণাৎ জ্বলন্ত পোশাকটি ছিঁড়ে ফেলেন। আগুন থেকে বাঁচার ওটাই একমাত্র উপায় ছিল। গোটা ঘটনায় আমি ও আমার পরিবার মারাত্মক ভয় পেয়ে গিয়েছি।”