নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি পুজোর সময় মুক্তি পেয়েছে 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স'-এর ছবি 'টেক্কা'। এই ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন সৃজা দত্ত। টলিপাড়ার কানাঘুষো, এবার ধারাবাহিকে অভিনয় করবেন সৃজা। এবার নিজের মুখেই আসল সত্যিটা জানালেন অভিনেত্রী নিজেই। 

 

 

আজকাল ডট ইন-এর পক্ষ থেকে সৃজার সঙ্গে যোগাযোগ করা হলে এই খবর সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন অভিনেত্রী। সৃজার কথায়, "এই মুহূর্তে আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, এখন পরীক্ষা চলছে আমার। সেই কারণে ছবি বা ওয়েব সিরিজের কাজই আমি করতে পারছি না, ধারাবাহিক তো অনেকটা সময় সাপেক্ষ। তাই ধারাবাহিকে ফেরার খবর একেবারেই ঠিক নয়।"

 

 

 

তিনি আরও বলেন,"এই মুহূর্তে পড়াশোনাটাই প্রাধান্য দিচ্ছি। তারপর নিশ্চয়ই কাজ করব। তবে এখনই ধারাবাহিকে কাজ শুরু করছি না।"

 

 

প্রসঙ্গত ইঞ্জিনিয়ারিং পড়ছেন অভিনেত্রী সৃজা দত্ত। নিজের পড়াশোনা শেষ করে তবেই পুরোপুরি অভিনয় মন দিতে পারবেন, এমনটাই জানালেন। পরীক্ষা দিয়েই 'টেক্কা'র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে পড়াশোনায় সৃজার কাছে প্রথম গুরুত্ব, তাই বেশ কয়েকটি কাজ ছাড়তে হচ্ছে তাকে। তবে তা নিয়ে আক্ষেপ নেই অভিনেত্রীর। এর আগে দেবের বিপরীতে 'বাঘাযতীন' ছবির মাধ্যমে টলিউডের প্রথম কাজ শুরু করেন সৃজা দত্ত। ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে 'টেক্কা' ছবিতে তাঁর কাজ।