নিজস্ব সংবাদদাতা: একসময় ছোটপর্দায় দাপটের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী সোনালী চৌধুরী।জি বাংলার 'অগ্নিপরীক্ষা' ধারাবাহিকের হাত প্রথম দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। এরপর একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে বাংলা বিনোদন জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। শুধু ছোটপর্দায় নয়, বড়পর্দায়ও দর্শক তাঁর কাজ দেখেছেন।

 

 

সোনালীকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি' ধারাবাহিকে। এই ধারাবাহিকে বোধির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও সঞ্চালক হিসাবে বিভিন্ন রিয়্যালিটি শোতে দেখা যায় সোনালীকে। 

 

 

ছেলের জন্মের পর, তাকে নিয়েই এতদিন সময় কাটত অভিনেত্রীর। এবার ছেলে একটু বড় হতেই ফের কাজে ফিরলেন। এবার তাঁকে দেখা যাবে ছোটপর্দার এক জনপ্রিয় ধারাবাহিকে। স্টার জলসার 'কথা' এন্ট্রি নিতে চলেছেন সোনালী চৌধুরী। এই ধারাবাহিকে বিচারক হিসাবে দেখা যাবে তাঁকে। গুহ বাড়ির দুর্গাপুজো দেখতে এসে কথা আর এভির হাতে পুরস্কার তুলে দেবেন তিনি যদিও একদিনের পর্বেই তাঁর দেখা মিলবে ধারাবাহিকে।

 

 

এদিকে দীপাবলির রাতেই কথার পরিবার মেতে উঠবে 'আলোর ফুলঝুরি'তে। 'কথা'র মহাপর্বে দেখা যাবে জলসার আরও দুই জনপ্রিয় জুটি ঋষিরাজ ও ঝিল্লি এবং রুদ্র ও গৌরী। সেই সঙ্গে থাকবে জমজমাট আড্ডা, মজার খেলা আর নাচে গানে জমবে আসর। কিন্তু চমক এখানেই শেষ নয়। এই মহাপর্বের বিশেষ অতিথি হিসাবে থাকছেন অভিনেত্রী মনামী ঘোষ। এভির বিশেষ বন্ধুর চরিত্রে ধারাবাহিকের জমাটি পর্বে দেখা যাবে তাঁকে।