নিজস্ব সংবাদদাতা: কারাগারেই বিয়ে করলেন সারেগামাপা খ্যাত নোবেল। আদালতের নির্দেশ মেনে সেই অভিযোগকারিণীকেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে বিয়ে করলেন গায়ক। বৃহস্পতিবার ঘটনাস্থলে নোবেল এবং সেই তরুণীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চার জন সাক্ষী।

 


এর আগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক মঈনুল আহসান নোবেলকে বিয়ে করার অনুমতি দেন আদালত। নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার এই আদেশ দিয়েছিলেন।

 


ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে কারাগারে রয়েছেন গায়ক নোবেল। সেদিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি তাঁর স্ত্রী। তিনি ধর্ষণ করেননি। ওই নারীকে স্ত্রী হিসাবে দাবি করলেও আদালতে তা প্রমাণ করতে পারেননি নোবেলের আইনজীবী। ওই নারীকে সাত মাস ধরে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয় নোবেলের বিরুদ্ধে। এবার সেই অভিযোগকারিণীকেই বিয়ে করলেন তিনি। কিন্তু আগের পক্ষের স্ত্রী সালসাবেল মাহমুদের সঙ্গে কি আইনি বিচ্ছেদ হয়েছে তাঁর? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।