নিজস্ব সংবাদদাতা: ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দুই বাংলার পরিচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে। এরপরেই তিনি ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। এবং জামিন মঞ্জুরও হয় তাঁর।
এদিকে, গায়ক শেখ সাদীর সঙ্গে নায়িকার সম্পর্কে জড়ানোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে চান পরীমণি। বেশিরভাগ সময়ই পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলতে থাকে। এই বিষয়ে আগেও প্রতিবাদ করেছিলেন তিনি। এবার নতুন প্রেমের গুঞ্জনের শুরুতেই সমাজমাধ্যমে বিস্ফোরক অভিনেত্রী। নেটিজেনদের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যেন কাটাছেঁড়া না করা হয়, সেই নিয়ে সরব হয়েছিলেন পরীমণি।
এদিকে, ভালবাসার মরশুমে 'নতুন কিছু'র ইঙ্গিত দিলেন নায়িকা। সমাজমাধ্যমে একটি চুক্তি স্বাক্ষরের মুহূর্ত তুলে ধরেছেন তিনি। ছবিগুলির ক্যাপশনে লিখেছেন 'নতুন কিছু'। নতুন ছবি না নতুন সম্পত্তির মালিক হলেন পরীমণি, তা যদিও খোলসা করেননি।
